শ্যামলী ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি: পূজায় চাঁদার জুলুম কোন ভাবেই বরদাস্ত করা হবে না, এমনটাঈ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। দুর্গা পূজার সংস্কৃতি ও আনন্দ অক্ষুন্ন রাখার জন্য ক্লাবগুলোর প্রতি আবেদন মুখ্যমন্ত্রী মানিক সাহার। পুজোয় চাঁদার জন্য চাপ তৈরী না করতে আবেদন করেন তিনি। পুজোয় শান্তি বজায় রাখতে আগরতলা ক্লাব ফোরামকে দায়িত্ব নেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর।