33 C
Agartala
Monday, March 25, 2024
- Advertisemet -spot_img

কাঞ্চনপুরের জঙ্গলে বিস্তর পরিমাণে গাঁজা গাছ ধবংস করে দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধ,১৮ ডিসেম্বর

কাঞ্চনপুর জঙ্গলে হানা দিয়ে পাঁচ শতাধিক গাঁজা গাছ ধবংস করল কাঞ্চনপুর মহকুমার আরক্ষা প্রশাসন৷ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিআরপি ও টি এস আর বাহিনী নিয়ে কাঞ্চনপুর থানার অফিসার ইনচার্জ উদয়ন দেববমা ও মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে অভিযান চালিয়ে সফলতা পেয়েছে পুলিশ৷ কাঞ্চনপুর থানা ও পেঁচাথল থানার সংযোগস্থল লুঙ্গী ছড়া এলাকায় গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে বিশাল গাঁজা বাগানের সন্ধান পায় পুলিশ৷ সঙ্গে সঙ্গে প্রশাসন গাঁজা বাগান ধবংস করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে৷ যদিও কে বা কারা এই বাগান তৈরি করেছে তার কোন সন্ধন পায়নি পুলিশ৷কাঞ্চনপুর থানার অফিসার ইনচার্জ উদয়ন দেববর্মা জানান প্রায় পাঁচশ গাঁজা গাছ ধবংস করা হয়েছে৷ যার বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা৷ উল্লেখ্য এভাবে কাঞ্চনপুর মহাকুমার বিভিন্ন জঙ্গলে গাঁজা চাষের অভিযোগ দীর্ঘদিনের৷ কাঞ্চনপুর মহকুমার আট দশ বছর যাবত কর্মরত একাংশ পুলিশ কর্মীর মদতেই এ ধরনের গাঁজা চাষ শুরু হয়েছে বলে অভিযোগ৷ ফলে দীর্ঘদিন যাবত অবাদে গাঁজা চাষ হচ্ছিল মহকুমার বিভিন্ন জঙ্গলে৷ কাঞ্চনপুর থানার বিদায়ী পুলিশ অফিসারগন একাধিকবার অভিযান চালিয়ে গাঁজা বাগান ধবংস করতে সফলতা পেলেও শষ্যর মধ্যে ভূত থাকায় মূল চক্র ধবংস করতে পারেনি পুলিশ৷যদিও বর্তমান থানার পুলিশ অধিকারী উদয়ন দেববমা জানান কাঞ্চনপুর মহকুমার প্রত্যন্ত অঞ্চলে গাঁজা বিরোধী অভিযান চলতে থাকবে৷সন্ধান পেলেই কঠোর ব্যবস্থা নেবে পুলিশ৷

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ