25.9 C
Agartala
Thursday, July 25, 2024
- Advertisemet -spot_img

রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ‘দাউদের সঙ্গী’র,গ্রেফতার যুবক

পটনা: পাক জঙ্গি সংগঠন জেইএম থেকে দাউদের ঘনিষ্ঠ সঙ্গী পরিচয় দিয়ে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। বিহারের ওই যুবক নিজেকে ছোটা শাকিল ও দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সদস্য পরিচয় দেয় এবং ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উড়িয়ে দেবে বলে ফোনে জানায়। এরপর ফোনের নেটওয়ার্ক ধরে পুলিশ ওই যুবকের হদিশ পায়। রাত পোহালেই রাম মন্দিরের উদ্বোধন। তার আগে উড়ে আসছে একের পর এক হুমকি। পাক জঙ্গি সংগঠন জেইএম থেকে দাউদের ঘনিষ্ঠ সঙ্গী পরিচয় দিয়ে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। তবে নিরাপত্তার ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। তাই হুমকি দিয়ে রেহাই পায়নি ‘দাউদের ঘনিষ্ঠ সঙ্গী’ও। ৪৮ ঘণ্টার মধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, ধৃত যুবকের নাম ইন্তেখাব আলম। ২১ বছর বয়সি এই যুবক বিহারের আরারিয়া জেলার বালুয়া কালিয়াগঞ্জের বাসিন্দা। ২২ জানুয়ারি রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল ইন্তেখাব। রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে রবিবার তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আরারিয়ার এসপি অশোক কুমার সিং।এসপি সিং জানান, ধৃত ওই যুবক গত ১৯ জানুয়ারি এমার্জেন্সি নম্বর ১১২-এ ফোন করে। ফোনে ওই যুবক নিজেকে ছোটা শাকিল ও দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সদস্য পরিচয় দেয় এবং ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উড়িয়ে দেবে বলে ফোনে জানায়। এরপর ফোনের নেটওয়ার্ক ধরে পুলিশ ওই যুবকের হদিশ পায়। এসপি বলেন, “ওই যুবকের কোনও ক্রিমিনাল রেকর্ড নেই। সে মানসিকভাবে ভারসাম্যহীন বলে মনে হচ্ছে।” তবে রাম মন্দিরের বিষয়টি ‘সংবেদনশীল ইস্যু’। তাই ওই যুবককে গ্রেফতার করা হয়েছে এবং তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান তিনি।প্রসঙ্গত, ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিকে তাকিয়ে প্রতিটি দেশবাসী-সহ গোটা বিশ্ব। দেশে-বিদেশের বহু বিশিষ্ট অতিথি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হবেন। সম্প্রতি রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে পাক জঙ্গি সংগঠন, জঈশ-ই-মহম্মদ। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাম মন্দির-সহ গোটা অযোধ্যায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। বলা ভাল, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ