27 C
Agartala
Thursday, July 25, 2024
- Advertisemet -spot_img

আফগানিস্তানে সংখ্যালঘু হিন্দুদের বড় স্বীকৃতি, দখল করে নেওয়া জমি ফিরিয়ে দেবে তালিবান

কাবুল:তালিবান আধিকারিকরা জানিয়েছেন, আফগানিস্তানে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘুরা দীর্ঘদিন ধরে যে অন্যায়-অবিচারের শিকার হয়েছেন, তাদের নিজেদের ঠিকানা থেকে বিচ্যুত করা হয়েছে, তাদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তৎপর আফগানিস্তান সরকার। এবার হিন্দু ও শিখ সংখ্যালঘুদের ব্যক্তিগত জমি ফেরানোর উদ্যোগ গ্রহণ করল আফগানিস্তানের তালিবান সরকার। জানা গিয়েছে, আফগানিস্তানে যে সমস্ত হিন্দু ও শিখ সংখ্যালঘুরা থাকেন, তাদের অনেকেরই জমি পূর্বতন পশ্চিমি দুনিয়া সমর্থিত সরকারের শাসনকালে জবরদখল করে নেওয়া হয়েছিল। সেই জমিই ফিরিয়ে দেওয়ার উদ্য়োগ নিয়েছে তালিবান সরকার।২০২১ সালের অগস্ট মাসে তালিবানের হাতে ক্ষমতা হস্তান্তরের পর ভারত-আফগানিস্তান সরকারের সম্পর্কে অবনতি হয়। ভারত এখনও অবধি তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। সম্প্রতিই ভারতে দূতাবাসও বন্ধ করে দিয়েছে আফগানিস্তান। এদিকে দীর্ঘ সময় অবধি ভারত আফগানিস্তানে নানা উন্নয়ন প্রকল্পে সাহায্য করেছিল। সেই পুরনো সম্পর্ককে শোধরাতেই এবার তালিবান সরকারের নয়া উদ্যোগ।তালিবান আধিকারিকরা জানিয়েছেন, আফগানিস্তানে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘুরা দীর্ঘদিন ধরে যে অন্যায়-অবিচারের শিকার হয়েছেন, তাদের নিজেদের ঠিকানা থেকে বিচ্যুত করা হয়েছে, তাদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তালিবানের মুখপাত্র সুহেল শাহিন জানিয়েছেন, আইনমন্ত্রীর নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে। আগের সরকার ক্ষমতায় থাকাকালীন যাদের জমি-সম্পত্তি দখল করে নেওয়া হয়েছিল, তাদের সেই জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।ভারত সরকারের তরফে এই উদ্যোগকে ইতিবাচক বলেই জানানো হয়েছে।প্রসঙ্গত, আফগানিস্তানের জনসংখ্যার ১ শতাংশ হিন্দু ও শিখরা। তবে ১৯৭০ ও ৮০-র দশকে রাজনৈতিক অস্থিরতার সময়ে তাদের উৎখাত করা হয়।আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তরের পর সে দেশে বসবাসকারী বহু হিন্দু ও শিখরা পালিয়ে যান। এদের মধ্যে একজন ছিলেন আফগান সংসদের সদস্য নরেন্দর সিং খালসা। ভারতীয় বায়ুসেনার বিমানে তাঁকে উদ্ধার করে আনা হয়েছিল। প্রথমে তিনি দিল্লিতে আশ্রয় পান। এরপর কানাডায় চলে যান। সম্প্রতিই তিনি ফের আফগানিস্তানে ফিরে আসেন।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ