26.7 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

দাউদাউ করে জ্বলছে চলন্ত ট্রেনের ৩টি বগি

ঢাকা: ফের বাংলাদেশে চলন্ত ট্রেনে আগুন লাগল। এবার ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসের কয়েকটি বগিতে আগুন লেগেছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কমলাপুর স্টেশনে ঢোকার কিছুটা আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে। শেষ পাওয়া খবর পর্যন্ত, ৫ জনের মৃত্যু হয়েছে। আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকল বাহিনী।বাংলাদেশ রেল সূত্রে জানা গিয়েছে, বেনাপোল এক্সপ্রেসটি বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে আসছিল। রাত ৯টা ৫ মিনিট নাগাদ গোপীবাগ এলাকায় চলন্ত ট্রেনটিতে আগুন লেগে যায়। মোট ৩টি বগিতে আগুন লাগে। তারপর চালক ট্রেনটি মাঝপথেই থামিয়ে দেয় এবং দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পুলিশ জানায়, অজ্ঞাতপরিচিত এক ব্যক্তি চলন্ত ট্রেনটির বগিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এটা নাশকতার ঘটনা বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই জল ছিটিয়ে ট্রেনের আগুন নেভানোর চেষ্টা করে। তারপর দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত, ৫ জনের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ ও রেল আধিকারিকদের আশঙ্কা।প্রসঙ্গত, সামনেই বাংলাদেশের জাতীয় নির্বাচন। তার আগে একের পর এক নাশকতার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পদ্মাপারের দেশটি। গত মাসেই ঢাকাগামী চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই ঘটনায় শিশু-সহ অন্তত ৪ জনের মৃত্যু হয়। তারপর ফের ট্রেনে অগ্নি সংযোগের ঘটনা ঘটল।

পূর্ববর্তী খবর
পূর্ববতী খবর

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ