25.3 C
Agartala
Monday, April 15, 2024
- Advertisemet -spot_img

আকাশ হল বেগুনি, এ কোন দেশ?

সান্তিয়াগো: আকাশে সাদা-কালো কত রকমের মেঘই না দেখা যায় ৷ কিন্তু তাই বলে এবার বেগুনি ! এমন মেঘ তো কেউ কখনও দেখেছেন, কিনা সন্দেহ ৷ দক্ষিণ আমেরিকার দেশ চিলির আকাশে এমন মেঘের ছবিই সম্প্রতি ধরা পড়েছে ৷ যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেও খুব বেশি সময় লাগেনি ৷

এই দৃশ্য সত্যি অসামান্য ৷ এত গাঢ় বেগুনি রঙের মেঘ দেখে সবাই স্তম্ভিত ৷ চিলিক এক গ্রামের আকাশ জুড়ে এখন এই মেঘ নিয়েই এখন জোর চর্চা হচ্ছে ৷ পোজো আলমন্তে শহরের উপরে কিছু অংশ জুড়ে এমনই রঙিন মেঘ লক্ষ্য করেন স্থানীয়রা। স্থানীয় এক সংবাদমাধ্যমেই প্রথম এই মেঘের ছবি প্রকাশিত হয় ৷

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ