28 C
Agartala
Sunday, December 3, 2023
- Advertisemet -spot_img

সিকিমে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি,ভেসে গেলেন ২৩ সেনা জওয়ান !

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,৪ অক্টোবোর।।উত্তর সিকিমে হড়পা বানে ভারতীয় সেনার যে ২৩ জন জওয়ান ও আধিকারিকরা ভেসে গিয়েছেন,সেনা সূত্রে জানানো হয়েছে, উত্তর সিকিমের লোনক লেকের উপরে হঠাৎ মেঘভাঙা বৃষ্টি নামে। প্রবল বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পায় তিস্তা নদীর। লাগাতার বৃষ্টিতে এমনিতেই ফুঁসছিল তিস্তা, তার উপরে চুংথাম বাঁধ থেকে জল উপচে পড়ায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। জলস্তর ১৫-২০ ফুটে পৌঁছয়। এরফলেই হড়পা বান নামে এবং ভেসে যায় সেনা ছাউনি।বেলা যত বাড়ছে, ততই পরিস্থিতি গুরুতর হচ্ছে সিকিমে। তিস্তা, নামচিতে জারি করা হল লাল সতর্কতা। আরও বৃষ্টির সম্ভাবনা। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

পূর্ববর্তী খবর
পূর্ববতী খবর

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ