29 C
Agartala
Monday, April 15, 2024
- Advertisemet -spot_img

রয়েল এনফিল্ডের নতুন বাইক আসছে বাজারে

আগামী বছরের শুরুতেই ফের নতুন মডেল নিয়ে আসতে চলেছে রয়্যাল এনফিল্ড। প্রথমে স্ক্র্যাম 411 তারপর হান্টার 350-র পরে কোম্পানি নতুন হিমালয়ান 450 ও সুপার মেটিওর 650 লঞ্চ করতে চলেছে। এর সঙ্গে কোম্পানি তাদের পুরনো বাইক বুলেট 350 একটি নতুন অবতারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই নতুন বাইকটি পরীক্ষার সময় বেশ কয়েকবার দেখা গেছে।

রিপোর্ট অনুযায়ী, কোম্পানি Royal Enfield Bullet 350-এর নতুন আপডেটেড সংস্করণে কেবল Meteor 350, new Classic 350, Hunter 350-এর মতো ইঞ্জিন ব্যবহার করতে পারে। এই বাইকটিও কোম্পানির নতুন J-সিরিজ প্ল্যাটফর্মে তৈরি করা হবে। এই প্ল্যাটফর্মে নির্মিত বাইকগুলির বিশেষত্ব হল তারা আরও শক্তির সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স পায়। এছাড়া এতে কম্পনও কম অনুভূত হয়। নতুন মোটরসাইকেলটি একটি 349cc সিঙ্গল সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিনে চলে। যা সর্বোচ্চ 20.2 bhp শক্তি ও 27 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। এছাড়াও এতে একটি ৫-স্পিড গিয়ারবক্স দেওয়া হবে। কোম্পানির সব নতুন বাইকের মতো এর মাইলেজেও অনেক উন্নতি হবে।

নতুন Royal Enfield Bullet 350-এ নতুন টেলল্যাম্প, লম্বা হ্যান্ডেলবার, গোল হবে রেয়ার ভিউ মিরর, বৃত্তাকার হেডল্যাম্প সহ সিঙ্গল সিট সেটআপ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ