32 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

৫ জঙ্গির আত্মসমর্পণ,রাজ্য গোয়েন্দার বড় সাফল্য

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,আগরতলা,১৫ জানুয়ারি|| অস্ত্রসহ ত্রিপুরা পুলিশের কাছে আত্মসমর্পণ করল নিষিদ্ধ বৈরী সংগঠন এন এল এফ টি পিডি(পরিমল দেববর্মা) গোষ্ঠীর পাঁচ জঙ্গি সদস্য। আগাম যোগাযোগের ভিত্তিতে সোমবার আগরতলায় ত্রিপুরা পুলিশের গোয়েন্দা শাখার সদর কার্যালয়ে এসে তারা ডি আই জি ইন্টেলিজেন্স কৃষ্ণেন্দু চক্রবর্তীর কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী বৈরীদের দের মধ্যে রয়েছেন নেতাজয় রিয়াং,মোহনদা রিয়াং, সুকুমার রিয়াং,কিরনঞ্জিত রিয়াং, বিষ্ণুরাম রিয়াং। আত্মসমর্পণের সময় তারা একটি চাইনিজ পিস্তল, দুইটি চাইনিজ রাইফেল, ১৭ রাউন্ড তাজা গুলি, ১০টি শট গান শেল, একটি ওয়াকিটকি সহ কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ এনএলএফটির চাঁদার রশিদ জমা করেছে। পুলিশ সূত্রের দাবি এন এল এফ টি- র পরিমল দেববর্মা গোষ্ঠী সীমান্তের উপরে বাংলাদেশে ঘাঁটি করে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে। এর মধ্যেই রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার তৎপরতায় জঙ্গি গোষ্ঠীর সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসছে। গত বছর(২০২৩) ২৬ শে জানুয়ারির পর থেকে এ পর্যন্ত রাজ্যে ২৬ জন সক্রিয় এনএলএফটি সদস্য আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এই সময়ের মধ্যে ত্রিপুরা পুলিশ এনএলএফটির ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে পুলিশ সদর দপ্তর থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ