32 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

মুখ্যমন্ত্রীর হাত ধরে তুলামুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নব নির্মিত স্বাস্থ্য কর্মীদের‌ কোয়াটার উদ্বোধন

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,উদয়পুর, ১১ ডিসেম্বর|| রাজ্যকে নেশা মুক্ত করা হবে যে কোন‌ অবস্থায়।রাজ্যের যুবকদের ‌নেশা থেকে যেমন বিরত রাখার জন্য রাজ‌্য‌ সরকার যেমন কাজ করছে‌ ঠিক‌ অভিভাবকদের ও সজাগ‌ থাকতে হবে ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে কি করছে। সোমবার উদয়পুর তুলামুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স থেকে শুরু করে তিনটি কোয়াটার উদ্ধোধন করতে গিয়ে এই‌কথা‌ গুলো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা। সোমবার বিকেলে মূখ্যমন্ত্রীর হাত ধরে এই কোয়াটার উদ্ধোধন হয়।খরচ হয়েছে দুই কোটি পঁচিশ লক্ষ টাকা। অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। এছাড়া ও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা, জেলা পুলিশ সুপার নমিত পাটক সহ‌ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন উপস্থিত।

পূর্ববর্তী খবর
পূর্ববতী খবর

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ