20.2 C
Agartala
Thursday, February 29, 2024
- Advertisemet -spot_img

খোয়াই জেলা ভিত্তিক যুব উৎসব

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, খোয়াই, ২৩ নবেম্বর ||খোয়াই জেলা ভিত্তিক যুব উৎসবের উদ্বোধন হলো। রাজ্য যুব ও ক্রিড়া দপ্তরের এর উদ্যোগে হওয়া এই অনুষ্ঠানের উদ্ভোদন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যানী সাহা রায়, এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা শাসক আই এ এস চন্দ্রানী চন্দ্রন,খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা, তেলিয়ামুড়া পরিষদের পুর পিতা রূপক সরকার, সহ পুর পিতা মধুসূদন রায়,তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, মহকুমা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের আধিকারিক ধরণী দাস সহ অন্যান্যরা। এই যুব উৎসবে জেলায় দুইটি মহকুমার ছয়টি ব্লক এবং দুইটি পুর এলাকার থেকে বিভিন্ন বিদ্যালয়, ক্লাব সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন থেকে অংশ নেয়। উদ্বোধক এর বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যানী সাহা রায় বলেন যুব উৎসব হল আমাদের কৃষ্টি সংস্কৃতির এক ঐতিহ্যের মিলন উৎসব। তিনিযুবসমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় আরো বেশি করে এগিয়ে আসতে আহ্বান রাখেন। এছাড়া নেশা মুক্ত একটি সুস্থ সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ হতে সকলের প্রতি আশা ব্যক্ত করে।।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ