26.4 C
Agartala
Monday, July 15, 2024
- Advertisemet -spot_img

তেলিয়ামুড়ায় সিপিআইএম’র মিছিল ও সভা

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,তেলিয়ামুড়া, ২ ডিসেম্বর ||বিদ্যুৎ এবং রেল পরিষেবা বেসরকারিকরণের বিরুদ্ধে ও দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারদের কর্মসংস্থানের দাবিতে তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হলো এক জনসভা। সভার প্রথমেই এক লাল ঝাণ্ডার গর্জ্যমান মিছিল তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হয়। লাল ঝান্ডার দীপ্তমান মিছিলটি সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা অফিস থেকে শুরু করে তেলিয়ামুড়া শহর কাঁপিয়ে সভা স্থলে উপস্থিত হয়। তবে মিছিলের মধ্যে দেখার মত যে সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তেলিয়ামুড়া নেতৃত্বদের সাথে প্রথম সারিতে না হেঁটে সাধারণ কর্মী সাধারনের সঙ্গে মিছিলের শেষ অংশে হাটে। পরবর্তী সময়ে তেলিয়ামুড়ার বাজারে জনসভা টি অনুষ্ঠিত হয়। জনসভায় উপস্থিত ছিলেন সিপিআই এম পলিটব্যুরো সদস্য মানিক সরকার। সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমতিয়া এবং প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস। সভার শুরুতে বক্তব্য রাখেন হেমন্ত কুমার জমাতিয়া। আলোচনা করতে গিয়ে তিনি বলেন বর্তমানে রাজ্যের অবস্থা এই জায়গা গিয়ে দাঁড়িয়েছে যে খোদার যন্ত্রণায় মানুষকে সন্তান বিক্রি করতে হচ্ছে। এরপর আলোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ