25.8 C
Agartala
Friday, July 26, 2024
- Advertisemet -spot_img

সবার জন্য বৃষ্টি আনন্দের হয় না

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর,১৮ নভেম্বর || সমস্ত দিন ব্যাপি বঙ্গোপসাগর থেকে উঠা নিম্নচাপ মিধিলির অকাল বর্ষন সহ ঘুর্ণিঝড়ের তান্ডবে উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত বেশ কয়েকটি গ্রামে কৃষক চাষিদের মাথায় হাত।বিশেষ করে ধান চাষি দের ফলানো ফসল সহ শাখ সব্জি ঝড়ের তান্ডবে লন্ডবন্ড।এমনি ধরনের ক্ষয়ক্ষতির চিএ ধরা পরে পানিসাগর মহকুমার দেওছড়া গ্রামে।এই গ্রামের প্রত্যেকটি কৃষকের কষ্টার্জিত ফসল ধান সমেত শাখ সব্জি বিপুল পরিমানে ক্ষতিগ্রস্ত হয়।ক্ষতিগ্রস্ত কৃষকেরা বর্তমান রাজ্য সরকারের কাছে ক্ষয়ক্ষতির সহায়তা চেয়ে সাহায্যের আবেদন জানান।যদিও আজ সকাল থেকেই পানিসাগর কৃষি দপ্তরের আধিকারিকরা প্রতিটি এলাকা জোরে পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজে হাত দিয়েছে।অকাল বর্ষনের ফলে পানিসাগর মহকুমা ব্যাতিত আশপাশ এলাকার কৃষক সহ সাধারণ জনজীবন বিপর্যস্ত।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ