26.1 C
Agartala
Friday, July 26, 2024
- Advertisemet -spot_img

নগর পঞ্চায়েত ভিওিক যুব উৎসব ২০২৩ পানিসাগরে

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর,১৮ নভেম্বর || দুপুর দুই ঘটিকায় পানিসাগর টাউনহলে অনুষ্ঠিত হয় পানিসাগর নগর পঞ্চায়েত এবং যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে নগর পঞ্চায়েত ভিওিক যুব উৎসব ২০২৩. প্রদিপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ শুচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষন দাস।এছাড়াও উপস্থিত ছিলেন উওর জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস।পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস।পানিসাগর মহকুমা শাসক সুভাষ আচার্যী।পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেব নাথ।রাজ্যের তথা গোটা উওর পূর্বাঞ্চলের খ্যাতনামা কবি ও সাহিত্যিক মিলন কান্তি দও।বিশিষ্ট কবি রসরাজ নাথ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।উক্ত যুব উৎসবকে ঘিরে মঞ্চে অনুষ্ঠিত হয় নগর পঞ্চায়েত এলাকার বিভিন্ন ধরনের সংস্কৃতি প্রিয় সাংস্কৃতিক প্রতিভাদের পরিবেশনায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা।মঞ্চে উপস্থিত জেলা সভাধিপতি ভবতোষ দাস জানান এবার কার উওর জেলা ভিওিক যুব উৎসবটি অনুষ্টিত হবে আসন্ন ২১শে নভেম্বরে পানিসাগরে তিন তিনটি মঞ্চে।উক্ত জেলা ভিওিক যুব উৎসবে প্রতিযোগিতায় অংশগ্রহণ কারি সফলতম প্রথম স্থানাধিকারি প্রতিযোগি ও প্রতিযোগিনীরা আগামী দিনে রাজ্য ভিওিক স্থরে প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ পাবেন।এবার কার যুব উৎসবকে ঘিরে ফটো গ্রাফি,বসে আকো,বক্তিতা,গল্প লিখন এর মতো প্রতিযোগিতা গুলোকে সংযোজন করা হয়।ব্লক,মহকুমা,জেলা ও রাজ্য স্থরের যুব উৎসবের পাশাপাশি নগর পঞ্চায়েত ভিওিক যুব উৎসবকে ঘিরে গোটা পানিসাগর নগর এলাকা জোরে সংস্কৃতি প্রিয় জনগনের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ