35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

উওর এিপুরা জেলা ভিওিক যুব উৎসব

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর,২১ নভেম্বর ||দুপুর বারো ঘটিকায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর ও উওর এিপুরা জেলা পরিষদ এর যৌথ উদ্দ্যোগে এবং পানিসাগর পঞ্চায়েত সমিতি,পানিসাগর নগর পঞ্চায়েত ও পানিসাগর মহকুমা প্রশাসনের সহযোগিতায় উওর এিপুরা জেলা ভিওিক যুব উৎসব ২০২৩/২৪. প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ শুচনা করেন উওর জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস।সভাপতিত্ব করেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস,ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেব নাথ,বিশিষ্ট সমাজ সেবি মলিনা দেব নাথ।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা শাসক সুভাষ আচার্যী,যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আধিকারিক অমিত কুমার যাদব,পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেব্বর্মা,যুবরাজ নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস,রাজ্যের তথা উওর পূর্বাঞ্চলের খ্যাতনামা কবি ও সাহিত্যিক মিলন কান্তি দও সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।উক্ত জেলা ভিওিক যুব উৎসব কে ঘিরে পানিসাগর টাউনহল সহ পানিসাগর পঞ্চায়েত সমিতি এবং পানিসাগর নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে তিনটি মঞ্চে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা।অনুষ্ঠানের শুরুতেই যৌথ সমন্বয়ে অনুষ্ঠিত হয় একটি সুসজ্জিত বর্নাঢ্য শোভা যাএা।শোভা যাএাটি পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চ থেকে শুরু হয়ে পানিসাগর বাজার সহ সরকারি রেগুলেটেড মার্কেট পরিক্রমা করে পুনরায় মুক্ত মঞ্চে এসে সমাপ্তি হয়।পানিসাগর নগর পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয় পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার স্ব সহায়ক দলের মহিলাদের নিয়ে বিভিন্ন ধরনের আকর্ষণীয় সামগ্রীর সম্ভার।আজকের অনুষ্টান মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনার বিশেষ আকর্ষনীয় ছিলো যুবরানগর এবং কাঞ্চনপুর থেকে আগত থাংথা নৃত্যানুষ্টান।সমগ্র দিন ব্যাপি তিনটি মঞ্চে অনুষ্ঠিত সর্বমোট তেরোটি প্রতিযোগিতায় বিচারকদের রায়ে সফল তম তেরোজন প্রতি যোগী ও প্রতিযোগীনি সরাসরি আগরতলাতে রাজ্য ভিওিক প্রতিযোগিতায় অংশ নেবে।সমস্ত দিন ব্যাপি জেলা ভিওিক যুব উৎসব কে ঘিরে গোটা পানিসাগর মহকুমা জোরে সংস্কৃতি প্রিয় জনগনের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ