26 C
Agartala
Tuesday, June 18, 2024
- Advertisemet -spot_img

সি,পি,আই,এম এর বিক্ষোভ কর্মসূচি!

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ২৬ নভেম্বর || উওর জেলার পানিসাগর স্থিত সি,পি,আই,এম মহকুমা কমিটির কার্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয় বিদ্যুৎ বেসরকারি করণ সহ স্মার্ট মিটার বসিয়ে জনগনের পকেট মারার বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে বিক্ষোভ সভা।উক্ত বিক্ষোভ কর্মসূচি শেষে মহকুমা কার্যালয় সম্মুখে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে অনুষ্টিত হয় সংযুক্ত কৃষান মোর্চার উদ্যোগে মোদি সরকারের শ্রমিক কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে ২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আসন্ন ২৮ শে নভেম্বর এিপুরা রাজ ভবন অভিযান কে সফল করতে একটি পথ সভা।উক্ত পথ সভায় উপস্থিত ছিলেন সি,পি,আই,এম পানিসাগর মহকুমা কমিটির বরিষ্ঠ নেতৃত্ব কমঃশীতল দাস,কমঃঅজিত দাস,কমঃসুকেশ নাথ,কমঃ গঙ্গেশ মল্লিক,কমঃকরুন নাথ,কমঃশুভেন্দু দাস,কমঃঅবনী দে সহ অন্যান্য কমরেড বৃন্ধরা।আসন্ন ২৮ তারিখের রাজ ভবন অভিযান কে সফল করে তুলতে সকল কমরেডদের কাছে আহবান জানান উপস্থিত কমরেড নেতৃত্বগন।সি,পি,আই,এম পানিসাগর মহকুমা কমিটির উদ্দ্যোগে একই দিনে জোড়া কর্মসূচি কে ঘিরে সি,পি,আই,এম কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়।

পূর্ববর্তী খবর
পূর্ববতী খবর

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ