25.9 C
Agartala
Thursday, July 25, 2024
- Advertisemet -spot_img

অঙ্গনওয়ারি কেন্দ্রে তালা ঝুলানো নিয়ে দুই পক্ষের মধ্যে উওেজনা!

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ১ ডিসেম্বর || দুপুর দুই ঘটিকায় পানিসাগর মহকুমার অন্তর্গত পেকুছড়া কলোনি অঙ্গনওয়ারি কেন্দ্রে তালা ঝুলানো নিয়ে দুই পক্ষের মধ্যে উওেজনা।ঘটনার বিবরনে যানা যায় যে,আজ থেকে প্রায় ৪৫ বৎসর পুর্বে ঐ এলাকার বাসিন্দা সুখময় নাথ এবং ভরত নাথ সর্ত সাপেক্ষে ঐ এলাকার একটি অঙ্গনওয়ারি কেন্দ্র স্থাপনের জন্য প্রায় আধকানি জোত ভূমি দান করে।ঐ সময়ে তাদের পরিবারে চাকুরী প্রার্থী না থাকায় স্থানীয় সত্যবালা নাথ কে হেল্পারের পদে চাকুরী প্রদান করে।সত্য বালা নাথ অবসর গ্রহনের পর ভূমি দাতা পরিবারের গৃহবধু করুনাময়ী নাথ কে নিযুক্ত করা হয়।এই মর্মে বিগত তিন বৎসর যাবৎ করুনাময়ী স্কুলটিতে কর্মরত ছিলেন।অথচ করুনাময়ী ও ওনার স্বামী দিপন্কর নাথ অভিযোগ করেন বিগত কিছুদিন পুর্বে করুনাময়ীকে বাদ দিয়ে পাশ্ববর্তী ওয়ার্ডের বাসিন্দা বিনয় রায় এর স্ত্রী জয়ন্তী রায় কে উক্ত পদে নিযুক্ত করে।এর পরই আজ সকালে অঙ্গন ওয়ারি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ করুনাময়ী।এরই ফলশ্রুতিতে আজ দুপুর দুই টা নাঘাদ সদ্য নিযুক্তি পাওয়া জয়েন্তির স্বামী বিনয় জোর পুর্বক তালা ভাঙ্গে।তালা ভাঙাকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে বাক বিতন্ডা সহ উওেজনা চরম আকার ধারণ করে।করুনাময়ী অভিযোগ করে জানান সদ্য নিযুক্ত জয়েন্তী রায় স্থানীয় রামচন্দ্র সোম জে,বি স্কুলে মিডডে মিলের রান্নার কাজে নিযুক্ত ছিলো।উক্ত ঘটনাকে ঘিরে এলাকা জোরে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।অসহায় বঞ্চিত পরিবারটির দাবি পুনরায় চাকুরী না পেলে দপ্তর যেন তাদের জায়গা থেকে অঙ্গনওয়ারি কেন্দ্রটি অন্যএ স্থানান্তরিত করে নেয়।এখন দেখার বিষয় দপ্তর কি ভুমিকা গ্রহণ করেন।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ