35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

সংবাদের জেরে নড়েচড়ে বসে প্রশাসন!

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর,১৪ ডিসেম্বর|| রাজ্যের প্রথম সারির একটি দৈনিক পএিকায় “মুখ্যমন্ত্রীর সাহায্য প্রার্থী শয্যাশায়ী পুএের মা” শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে তিন ঘন্টা পেরিয়ে যেতে না যেতেই নড়েচড়ে বসে পানিসাগর মহকুমা প্রশাসন।এই মর্মে আজ সকাল এগারো ঘটিকায় উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত দামছড়া স্থিত নরেন্দ্র নগর এলাকার চন্দ্রহাস এবং সুরধনী সিংহের বাড়িতে ছুটে যান পানিসাগর মহকুমা শাসক সুভাষ আচার্যী সহ দামছড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক ডেভিড এল,হালাম,দামছড়া প্রাথমিক হাসপাতালের ডক্টর ইনচার্জ ডঃ দীপঙ্কর দেব্বর্মা,দামছড়া আই,সি,ডি,এস সুপারভাইজার গৌরা দে সহ অন্যান্য আধিকারিকেরা।উপস্থিত আধিকারিকেরা চন্দ্র হাস এবং সুরধনী সিংহের শয্যাশায়ী আটাষ বর্ষিয় পুএ চন্দ্রবদন সিংহের সাথে কথা বলে ওর খোঁজ খবর নেন এবং অভিবাবক সহ পরিবার পরিজনদের সাথে আলোচনা করে পানিসাগর মহকুমা প্রশাসনের তরফ থেকে কিছুটা আর্থিক সহায়তায় হাত বাড়িয়ে দেওয়া হয়।পাশাপাশি আগামীকাল সকালে তড়িঘড়ি সম্পুর্ন সরকারি সহায়তায় অসুস্থ চন্দ্রবদন কে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে আগরতলা স্থিত জি,বি হাসপাতালে।সংবাদ মাধ্যমের প্রচেষ্টায় সরকারকে এগিয়ে এসে অসহায় পরিবারটির অসুস্থ ছেলেটির চিকিৎসার দায়ভার নেওয়াতে পানিসাগর মহকুমার সংবাদ মহলকে ধন্যাবাদ জানান অসহায় পরিবারটি।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ