27 C
Agartala
Thursday, July 25, 2024
- Advertisemet -spot_img

ওএনজিসির কাজে মজুরি বাড়ানোর দাবিতে অবরোধ কর্মসূচি

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,কাঞ্চনপুর,৭ জানুয়ারি||ও,এন,জি,সি কোম্পানিতে কর্মরত শ্রমিকরা হাজিরা বৃদ্ধির দাবিতে বিক্ষুব্ধ হয়ে কাঞ্চনপুর দশদা পথ অবরোধে বসে।দৈনিক ৫০০ টাকা হাজিরা পাওয়ার আবেদনে কোম্পানী সহমত পোষন করে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও না দেওয়াতে বিক্ষুব্ধ হয়ে কর্মবিরতি সহ রাস্তা অবরোধে বসে।দীর্ঘ দুই ঘন্টা রাস্তা অবরোধের ফলে রাস্তার উভয় পাশে আটকে পড়ে বহু যানবাহন।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে ছুটে যান কাঞ্চনপুর মহকুমা শাসক,মহকুমা পুলিশ আধিকারিক ও কাঞ্চনপুর থানার ও,সি সহ বিশাল পুলিশ বাহিনী।উভয়ের মধ্যস্থতায় আন্দোলনরত শ্রমিকদের মধ্য থেকে পাঁচজনের প্রতিনিধি দলকে মহকুমা শাসকের কার্যালয়ে আলোচনায় ব আহবান জানানো হয়।উভয়ের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনার পর মহকুমা শাসক প্রদীপ কে (আই,এ,এস) এর হস্তক্ষেপে কাঞ্চনপুর শ্রমদপ্তরের সহায়তায় বিষয়টির স্থায়ী সমাধানের আস্বাস প্রদান করলে আন্দোলনরত শ্রমিকরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে।বিক্ষুব্ধ শ্রমিকরা জানান অতিসত্বর তাদের সঠিক মজুরি না পেলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার ইঙ্গিত প্রদান করেন।

পূর্ববর্তী খবর
পূর্ববতী খবর

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ