35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

গ্রামের সৌরবাতি চুরি

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ১৫ জানুয়ারি|| পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্ব জলাবাসা গ্রাম পঞ্চায়েতের উওর কুঞ্জনগর তিন নং ওয়ার্ডের বাসিন্দারা চুরি কান্ডের বিষয়ে সরব হয়।ঘটনার বিবরণে জানা যায় যে,ঐ এলাকা সহ আশপাশ এলাকায় বিগত বেশ কিছু দিন ব্যাপি রাস্তার পাশে লাগানো সোলার লাইট চুরি কান্ডের ঘটনা ঘটে চলছে।বিগত কিছু দিন পুর্বে নব নির্মিত উওর কুঞ্জনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয় এর সম্মুখ থেকে একটি সোলার প্যানেল সহ পুরো সেটটি চুরি করে নিয়ে যায় চোরের দল।ঐ এলাকায় বিগত এক সপ্তাহ পূর্বে আরেকটি নতুন সোলার লাইট বসানো হয়।গতকাল গভীর রাএিতে এই লাইটটিকে মাটি থেকে উপরে ফেলে লাইট এবং ব্যাটারি চুরি করে চুরের দল।আজ সকালে চুরি কান্ডের ঘটনার প্রত্যক্ষ করতে পেরে তড়ি ঘরি স্থানীয় মেম্বরা প্রধান কে অবগত করলে চুরি কান্ডের বিষয়ে জানানো হয় পানিসাগর থানার পুলিশ কে।ঘটনা স্থলে পৌছায় পানিসাগর থানার পুলিশ এবং তদন্ত কার্য সম্পন্ন করে।এলাকা বাসিদের অভিযোগ লাইটটিকে উপরে ফেলে পাশ্ববর্তী অশোক নাথ এর রাবার বাগানে নিয়ে গিয়ে ভিতর থেকে ব্যাটারি সহ মুল্যবান সামগ্রি চুরি করে অবশিষ্ট যন্ত্রাংশ ফেলে চম্পট দেয়।এলাকা বাসিদের অভিযোগ বিগত দিনও প্রতিটি চুরি কান্ডের বিষয়ে পানিসাগর থানাকে অবগত করলেও একটি চুরি কান্ডেরও কোন কিনারা এখনো হয়নি।এতে করে গ্রামীণ এলাকার সরকারি উন্নয়ন ব্যাহত হচ্ছে।এলাকাবাসীদের পক্ষ থেকে অভিলম্বে সোলার লাইট চুরি কান্ডে অভিযুক্ত চোর দের সনাক্ত করে যথোপযুক্ত ব্যাবস্থা গ্রহণের আর্জি জানানো হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ