32 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

দীর্ঘদিন যাবৎ বন্ধ অঙ্গনওয়ারি কেন্দ্র!

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ১৭ জানুয়ারি||সকাল এগারো ঘটিকায় স্থানীয় এলাকায় অঙ্গনওয়ারি কেন্দ্রটি দীর্ঘদিন যাবৎ বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় এলাকার লোকজন।জানা গেছে পানিসাগর মহকুমার অন্তর্গত দক্ষিণ পদ্মবিল পাঁচ নং ওয়ার্ডে অবস্থিত মুসলিম পাড়া অঙ্গনওয়ারি কেন্দ্র টি বিগত কোভিড প্রিয়ড চলাকালীন সময় থেকে প্রায় চার বৎসর যাবৎ বন্ধ হওয়ার ফলে ঐ এলাকার জনা এিশেক শিশু নিবিড় শিশু উন্নয়ন প্রকল্পের ছয়টি পরিসেবা থেকে বঞ্চিত।স্থানীয় এলাকার জসিম উদ্দিন,গুলাল উদ্দিন,মশুক উদ্দিন ও মুজিবর রহমানেরা জানান বিগত কোভিড চলাকালীন সময়ে ঐ অঙ্গন ওয়ারি সেন্টারের দায়িত্ব প্রাপ্ত কর্মী বিজয়া নাথ এর বাড়িতে স্কুলটিকে অস্থায়ীভাবে স্থানান্তর করা হয়,কিন্ত বর্তমানে চার বৎসর অতিক্রান্ত হলেও স্কুলটিকে পুনরায় ফিরিয়ে আনার কোনো উদ্যোগ গ্রহন করেনি সংশ্লিষ্ট দপ্তর।এই নিয়ে স্থানীয় প্রধান মেম্বররাও কোন হস্তক্ষেপ করছেন না।এতে করে সেন্টার টি থেকে প্রায় সাতশো মিটার দূরত্বে বিজয়া নাথ এর বাড়িতে গিয়ে এলাকার কচিকাঁচা ছাএ ছাএিদের যাতায়াত কষ্ট কর হওয়াতে সেখানে যেথে অধিকাংশ ছাত্র ছাএিদের অভিবাবকেরা অনিয়া প্রকাশ করে।এরই ফলশ্রুতিতে সেন্টারের দায়িত্বে থাকা কর্মী বিজয়া নাথ এর হেল্পার অর্চনা নাথ বিগত চার বৎসর যাবৎ একপ্রকারের চাকুরী না করে বহাল তবিয়তে বাড়িতে আরাম করে মাইনে গুনে যাচ্ছে।এর ফলে মাঝপথে সরকারি কোষাগারের লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি স্কুল বাড়িটি সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়া আনুষঙ্গিক সামগ্রী নষ্ট হতে বসেছে।এরই প্রতিবাদে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি ক্ষোভ জানিয়ে এক প্রকারের বাধ্য হয়েই স্থানীয় এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের স্মরনা পন্ন হয়ে স্কুলটিকে পুনয়ার যথা চালু করার আর্জি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ