33 C
Agartala
Thursday, July 25, 2024
- Advertisemet -spot_img

৪ দিন ব্যাপী পৌষমেলা পানিসাগরে

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ২১ জানুয়ারি|| সন্ধ্যা ছয় ঘটিকায় পানিসাগর মহকুমা অন্তর্গত পশ্চিম পানিসাগর শ্রীশ্রী গোপাল কৃষ্ণ সেবাশ্রম ওরফে টিনের আখড়া কমিটির উদ্দ্যোগে পানিসাগর পঞ্চায়েত সমিতি,পশ্চিম পানিসাগর গ্রাম পঞ্চায়েত,পানিসাগর নগর পঞ্চায়েত এবং অন্যান্য অফিস ও গ্রাম পঞ্চায়েতের সহযোগীতায় ৯তম চার দিন ব্যাপি পানিসাগর মহকুমা ভিওিক পৌষ মেলা।প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে চার দিন ব্যাপি পৌষ মেলার শুভ উদ্ভোদন করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভুষন দাস।সভাপতিত্ব করেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস।প্রধান অতিথি হিসেবে উওর জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস।এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেব নাথ,পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দও,পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান লক্ষিকান্ত দাস,গোপাল কৃষ্ণ সেবাশ্রমের সভাপতি কনু মোহন নাথ,সেবাশ্রমের সেবক চিওরঞ্জন নাথ,সেবাশ্রমের সম্পাদক অনিল চন্দ্র নাথ,বিশিষ্ট সমাজ সেবি বিবেকানন্দ দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পানিসাগর কারচারেল সেলের শিল্পী বৃন্ধরা।উদ্বোধনী মঞ্চে অনুষ্ঠিত হয় প্রতি বৎসরের ন্যায় সেবাশ্রম কমিটির পক্ষথেকে প্রসাদ নামক স্মরনিকার মলাট উন্মোচন অনুষ্ঠান।মেলাটি অনুষ্ঠিত হবে ২১শে জানুয়ারি থেকে আসন্ন ২৪শে জানুয়ারি পর্যন্ত।চার দিন ব্যাপি মেলাকে ঘিরে মেলা প্রাঙ্গনে অনুষ্টিত হয় মিলন মেলা।উক্ত মিলন মেলাকে সুন্দর এবং সর্বার্থ সার্থক করে তুলতে মেলা প্রাঙ্গণে বসে রাজ্যের এবং বহিরাজ্যের দোকানীদর বিভিন্ন পসরার সম্ভার।পাশাপাশি দর্শকদের মনোরঞ্জন মুলক বিনোদন দিতে মেলা প্রাঙ্গনে অনুষ্টিত হয় আনন্দ মেলার আসর।সরকারি বেসরকারি দপ্তরের প্রদর্শনী স্টল সহ খোলা হয় স্বসহায়ক দলের প্রদর্শনী স্টল।স্বগাত আলোচনা রাখেন পানিসাগর মহকুমা শাসক সুভাষ আচার্যী।মঞ্চে আলোচনা রাখতে গিয়ে বিধায়ক বিনয় ভূষন দাস সেবাশ্রম কমিটিকে চলতি অর্থবর্ষের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে পাচ লক্ষ টাকা অনুদানে একটি কমিউনিটি সেড দেবার ঘোষনা দেন।উদ্বোধনী মঞ্চে অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমার সাংস্কৃতিক সংস্থা গুলোর পরিবেশনায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা।মেলা পরিচালন কমিটির পক্ষথেকে জানানো হয় প্রতিদিন বিকেল চার ঘটিকা থেকে রাএি নয় ঘটিকা পর্যন্ত মেলা প্রাঙ্গন মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা সহ আকর্শনীয় অনুষ্টান।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ