21 C
Agartala
Friday, February 23, 2024
- Advertisemet -spot_img

বিকশিত ভারত সংকল্প যাএা উপলক্ষে প্রতিঘরে সুশাসন মেলা

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর, ২১ জানুয়ারি|| ২০ জানুয়ারি সকাল এগারো ঘটিকা থেকে নিকেল পাচ ঘটিকা পর্যন্ত পানিসাগর মোটর স্ট্যান্ড প্রাঙ্গনে অনুষ্টিত হয় দুদিন ব্যাপী উওর এিপুরা জেলা ভিওিক বিকশিত ভারত সংকল্প যাএা উপলক্ষে প্রতিঘরে সুশাসন মেলা।প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ শুচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভুষন দাস।সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেব নাথ।এছাড়াও উপস্থিত ছিলেন উওর জেলা সমাহর্তা দেব প্রিয় বর্ধন,পানিসাগর মহকুমা সাশক সুভাষ আচার্যী,পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস,উওর এিপুরা জেলা পরিষদ সদস্য কাজল দাস সহ অন্যান্য আধিকারিকেরা।অনুষ্টানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পানিসাগর কালচারাল সেলের শিল্পী বৃন্ধরা।অনুষ্টান কে কেন্দ্র করে প্রথমদিনে অনুষ্ঠিত হয় জেলার এবং মহকুমা স্থরে বিভিন্ন ধরনের প্রসাশনিক পরিষেবা।এতে অংশ গ্রহণ করেন জেলার সব কটি সরকারি দপ্তরের প্রসাশনিক দপ্তর সহ অধিকারিকেরা।অনুষ্টান মঞ্চে প্রদান করা হয় বিভিন্ন দপ্তরের উদ্দ্যোগে সুবিধা ভোগীদের প্রসাশনিক পরিষেবা।পরিশেষে মঞ্চে অনুষ্ঠিত হয় জেলার প্রতিটি মহকুমা থেকে আগত সাংস্কৃতিক শিল্পীদের পরিবেশনায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা।আগামীকাল ও অনুষ্ঠিত হবে অনুরুপ ভাবে প্রসাশনিক পরিষেবা প্রদান কর্মসূচি।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ