26.7 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

রাজ্যের সংস্কৃতি জগতের সাফল্যে আরেকটি নতুন পালক

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,পানিসাগর,৩ মার্চ।। জ্যের সংস্কৃতি জগতের সাফল্যে আরেকটি নতুন পালক সংযোজিত হলো এপার বাংলার ওপার বাংলার মাটির গান কে আগলে ধরে।লোক সংগীত কে আগলে ধরে জাতীয় স্তরে পৌছে এক অনন্য নজীর নয় পুরো দেশ কে তাক লাগালো শ্রুতি নন্দন সংস্থাটি।সম্রতি ভারত বর্ষের সারা জাগানো নর্থ ইষ্ট ইয়ুথ ফেস্টিভ্যাল এ নজর কারে আমাদের রাজ্যের হয়ে উওর জেলার পানিসাগর মহকুমার স্বনামধন্য সাংস্কৃতিক সংস্থা শ্রুতি নন্দন।সংস্থাটি বিগত কিছু দিন পূর্বেও রাজ্যের হয়ে জাতীয় স্থরে যুব উৎসবে নাসিকে গিয়ে লোক সংগীত পরিবেশনের মাধ্যমে রাজ্যের মুখ উজ্জল করে অনবদ্য নজীর সৃষ্টি করে।ইদানীং কালে পুনরায় শ্রুতি নন্দন সংস্থাটি নর্থ ইষ্ট ইয়ুথ ফেস্টিভ্যাল এ নজর কারা সাফল্যের সহিত সেরার সেরা শিরোপা অর্জন করে রাজ্য তথা উওর জেলার মুখ উজ্জল করে।এই মর্মে বিগত ২৯ শে ফেব্রুয়ারী রাজ্যের আগরতলা স্থিত আস্তাবল ময়দানে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে রাজ্যের মূখ্যমন্ত্রী প্রফেসর ডাঃমানিক সাহা এর হাত ধরে পুরো দলটিকে পুরুস্কৃত করা হয়।শ্রুতি নন্দনের এই সাফল্যে গোটা রাজ্য তথা গোটা উওর জেলা সহ পানিসাগর এলাকায় সংস্কৃতি প্রিয় জনগনের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।

পূর্ববর্তী খবর
পূর্ববতী খবর

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ