27 C
Agartala
Thursday, July 25, 2024
- Advertisemet -spot_img

বিএসএফ’র গুলিতে মৃত্যু!

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, সোনামুড়া, ২ অক্টোবোর।।ফের একবার বিএসএফের গুলিতে নিহত আলমগীর হোসেন নামে ৪২ বছরের এক ব্যক্তি।ঘটনা সোনামুড়া থানা দিন দুর্গাপুর ডুগাড়া এলাকায়। ঘটনার বিবরণও জানা যায় সোমবার গভীর রাতে বিএসএফ দুর্গাপুরের অনির্মিত সীমান্ত বেড়া ভারত বাংলা সীমান্তে টহলদারিতে থাকার সময় কিছু গরু পাচারকারীদের পাচারকার্য চালাতে লক্ষ্য করে তারা ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে গরু পাচার করছিল তখন বিএসএফ বাধা দিলে কিছুটা হাতাহাতি হয় এবং কিছু পাচারকারী দরে যেতে সক্ষম হলেও ওই এলাকার আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে বিএসএফ ঘটনাস্থলেই গুলি করে। তার বুকের মাঝে বিএসএফের একটি ছোঁড়া গুলিতে সেই নিহত হয় তার বাড়ি ওই এলাকাতেই একেবারে জিরো পয়েন্টে। ঘটনার পর তার পরিবার এবং এলাকার লোকজন তাকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। রাত্রে এলাকার মানুষ বিএসএফের সমস্ত গাড়ি আটকে দেয় এলাকায় কোন গাড়ি প্রবেশ করতে দেয় নি বিএসএফের বিএসএফের গাড়ির সামনে এলাকাবাসীরা বিক্ষোভ প্রদর্শন করেন। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সংশ্লিষ্ট বিএসএফ কর্তৃপক্ষের বিরুদ্ধে সোনামুড়া থানায় একটি মামলা দায়ের করবেন তাদের বক্তব্য যে লোকটিকে বিএসএফ গুলি করেছে এবং যার প্রাণ গেয়েছে সে কোন ধরনের পাচারকার্যের সঙ্গে জড়িত নয়। তবে আসল রহস্য উন্মোচন হবে তদন্ত শেষে।তবে এই স্থানটি দিয়ে যেহেতু এখনো সীমান্ত বেড়া নির্মাণ হয়নি এই স্থানটি দিয়েই প্রতিদিনই পাচারকারীরা তাদের বিভিন্ন পাচার সামগ্রী ভারত থেকে বাংলাদেশে পাচার করে থাকেন এবং বাংলাদেশ থেকে বিভিন্ন অবৈধ সামগ্রী স্থান দিয়ে পাচার করা হয়। তবে বিএসএফের গুলিতে নিহত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল ও বিরাজ করছে গোটা এলাকা জুড়ে।

পূর্ববর্তী খবর
পূর্ববতী খবর

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ