35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

রিক্সাতেই জীবন, মৃত্যুও সেই রিক্সাতেই !

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,বিলোনিয়া,৭ জানুয়ারি||নিয়তির এই কি নিষ্ঠুর পরিহাস, সকালে ঘুম থেকে ওঠে দুমুঠো অন্ন যোগানোর আশায় রিক্সা নিয়ে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বাজারে এলেন রিস্কা চালক শংকর, কিন্তু সহ্য হলো না সেটা ভগবানের ও, নিয়তির খেলায় অকালে পরপারে চলে যেতে হল সকলেরি পরিচিত কঠোর পরিশ্রমে রিক্সা চালক শংকর দেবনাথকে। জানা যায় প্রতিদিনের ন্যায় পরিবার পরিচালনা এবং দুমুঠো অন্ন যোগানের জন্য বাড়ি থেকে বেরিয়ে এক নং টিলা বাজারে নিজের রিস্কায় বসে যখন যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন, হঠাৎ কখন হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন কেউ টেরই পায়নি, প্রতিদিনের ন্যায় অনেকক্ষণ একইভাবে নিজের রিস্কার উপর পায়ের উপর পা তুলে বসে থাকতে দেখে দুই একজন সহকর্মী এবং পরিচিত ব্যক্তিরা ডাকাডাকি করার পর শঙ্করের কোন ধরনের সাড়া না পেয়ে সকলের সন্দেহ হয় শঙ্করের কিছু একটা হয়েছে, সাথে সাথে খবর দেওয়া হয় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ,ছুটে আসে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং সাথে সাথে শংকরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় বিলোনিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শংকরকে পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দেন শংকর আর নেই, হতবাক সকলে এমন একজন কঠোর পরিশ্রমের রিক্সা চালক কি করে সকলের চোখে ধুলো দিয়ে অকালে পরপারে চলে গেলেন কেউ ভাবতে পারছেন না তা, রিস্কা চালক শঙ্করের মৃত্যুর খবর পেয়ে বিলোনিয়ার বিধায়ক দীপঙ্কর সেন ছুটে যান মহকুমা হাসপাতালে, বিধায়ক শংকরের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন এবং আত্মার চিরশান্তি কামনা করেন।

পূর্ববর্তী খবর
পূর্ববতী খবর

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ