36 C
Agartala
Friday, July 26, 2024
- Advertisemet -spot_img

বিকশিত ভারত সংকল্প যাত্রা

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,কৈলাশহর ,৭ জানুয়ারি||লাঠিয়াপুড়া গ্রাম পঞ্চায়েতের হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিকশিত ভারত সংকল্প যাত্রা দুয়ারের সরকার,,আজ ৭ জানুয়ারি সকাল ১০ ঘটিকার সময় গৌরনগর ব্লকের উদ্যোগে লাঠিয়াপুড়া গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় অনুষ্ঠিত হয় বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রতি ঘর সুশাসন, আজকের এই প্রতিঘর সুশাসন বিকাশ মেলায় বিশেষ কয়েকটি স্টল বসে সুবিধা মুভিদের জন্য, আজকের এই বিকাশ মেলা সম্পূর্ণ তদারকি করেন গৌরনগর ব্লকের ভিডিও পাশাপাশি লাঠিয়াপুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিরমিয়া, উক্ত বিকাশ মেলায় আজ সকাল ১০ ঘটিকায় লাঠিয়াপুড়া চুইস গেটের পার থেকে ভারত সরকারের উন্নয়নের ধারাকে প্রজেক্ট দ্বারা সম্প্রচারিত গাড়িতে স্বাগত জানিয়ে পাশাপাশি ত্রিপুরা সরকারের মন্ত্রী টিংকু রায় কে স্বাগত জানিয়ে বাইক রেলির মাধ্যমে নিয়ে যাওয়া হয় লাঠিয়াপুড়া হাই স্কুল মাঠে, আজকের বিকাশ মেলায় অতিথিদের প্রথমে ফুলের তুড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়, প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় বিকাশ মেলার, এবং প্রজেক্ট এর মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন জায়গার উন্নয়নের দৃশ্য প্রজেক্ট এর মাধ্যমে তুলে ধরা হয় ,পাশাপাশি স্থানীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন কালচারেল প্রোগ্রাম উপস্থাপন করেন, এদিকে বিকাশ মেলায় ত্রিপুরা সরকারের মন্ত্রী টিংকুরায় বলেন, বিকাশ মেলার মাধ্যমে অনেক সুবিধাভোগীদের ডকুমেন্টের ব্যাপারে পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সুরাহা হলেও কৈলাসহর অঞ্চলে অনেকটি গ্রাম পঞ্চায়েত রয়েছে তাদের নিজস্বতায় অনেক সুবিধা-ভোগিরা বঞ্চিত হচ্ছেন বিকশিত ভারত সংকল্প যাত্রা থেকে পিছিয়ে পড়েছেন কিছু সংখ্যক গ্রাম পঞ্চায়েতের সাধারণ জনতা ,উক্ত আজকের এই বিকাশ মেলায় উপস্থিত ছিলেন, ত্রিপুরা সরকারের মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবশ্বর আলী, গৌরনগর ব্লকের ব্লক আধিকারিক রামেশ্বর চক্রবর্তী, গৌরনগর ব্লকের চেয়ারম্যান নারায়ণ সিংহ, কৈলাশহর মন্ডলের মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, বিজেপি জেলা সম্পাদক অরুণ সাহা, মহিলা নেত্রী বিলকিস জাহান, লাঠিয়াপুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহির মিয়া থেকে ধরে পঞ্চায়েতের অন্যান্য সদস্যবৃন্দ।

পূর্ববর্তী খবর
পূর্ববতী খবর

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ