35 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,আগরতলা, ২৫ নভেম্বর || রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দিরে চুরির ঘটনায় বড় সাফল্য পেলো পুলিশ। অভিভাবকদের কড়া হুঁশিয়ারির পরপুলিশ চোরের পুরো গ্যাং তুলে নিলো। তাদের কাছ থেকে উদ্ধার করেছে চুরি করা বৈদ্যুতিক ফ্যান সহ বহু সামগ্রী। গ্রেফতার করা হয়েছে বারোজনকে। তাদের কাছথেকে উদ্ধার হয়েছে ৪১টি সিিং ফ্যান, দুটি জলের মেশিন, এটিএম ব্যাটারী। এই বিষয়ে থানায় ওসি রানা চ্যাটার্জিকে পাশেবসিয়ে সাংবাদিক সম্মেলনে জেলা এসপি কিরণ কুমার কে জানিয়েছেন, ধৃতরা হলো নেপা দাস, মিঠুন নমঃ, সঞ্জয় বিশ্বাস সুমন দেবনাথ, বিশ্বজিৎ সাহ নিখিল সরকার, সমীর দাস, ভান দেবনাথ, রজত সূত্রধর, মহম্মন জলিল মিঞা, সুমন দেববর্মা অমিয় রায়। আগরতলার অভয়নগর, চন্দ্রপুর, মহারাজগঞ্জ বাজার এবং তুলসিবতী থেকে তাদের গ্রেফতার করা হয়। তদন্তে নেমে পুলিশ প্রথমে ভানু দেবনাথ নামে একজনকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করতেই দশ জনের নাম বলে দেয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে চুরির জিনিস বিক্রি করে অমিয় রায় নামে একজন। অমিয় রায়এর দোকান থেকেই চুরি যাওয়া ফ্যান ব্যাটারি এবং রোড উদ্ধার করা হয়েছে।অমিয়র বাড়ি রামঠাকুর সংঘের এসবিআই এটিএম এর কাছে। মারুগঞ্জ বাজারের লালমাটিয়া এলাকা থেকে চুরির সামগ্রী উদ্ধার করা হয়

পূর্ববর্তী খবর
পূর্ববতী খবর

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ