25 C
Agartala
Wednesday, October 4, 2023
- Advertisemet -spot_img

Gulam Nabi Azad: নতুন দল গড়বে গুলাম নাবি আজাদ

নিজস্ব প্রতিনিধি: বিজেপি কিংবা অন্য দলে নয়, নিজ দলেই এবার গড়ে তুলবেন গুলাম নাবি আজাদ। এমনটাই সূত্রে খবর। শুক্রবারই পাঁচ পাতার এক লেখ লেখে সোনিয়া গান্ধীকে দিয়ে ইস্তফা দিল জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নাবি আজাদ। মূলত তার দল ত্যাগের কারণ হিসেবে রাহুল গান্ধীকেই দায়ী করেছেন। জল্পনা ছিল বিজেপিতে যাওয়ার কিন্তু তিনি তা না করে সরাসরি নিজ দল গড়বেন বলেই বিশ্বস্ত সূত্রে দাবি।

তবে তার এই দল জম্মু-কাশ্মীর ভিত্তিক হবে নাকি সর্বভারতীয় ভিত্তিক তা এখনো সঠিক কিছু বলা যাচ্ছে না। এখন গুলাম নাবি আজাদ কী করেন সেদিকেই তাকিয়ে সবাই।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ