17.5 C
Agartala
Tuesday, February 27, 2024
- Advertisemet -spot_img

গাছ কাটার মেশিন উদ্ধার

উদয়পুর: দীর্ঘদিন ধরে উদয়পুর মহাকুমার কাঁকড়াবন ফরোট রেঞ্জ এলাকার বিভিন্ন এলাকায় বনদস্যুরা গাছ ধ্বংস করে গাছ গুলি নিয়ে যাচ্ছে। কখনো কখনো সফল হলে পরেও বেশির ভাগই সফল হতে পারে নি বনকর্মীরা।কারণ কর্মীদের অভাব পাশাপাশি গাড়ীরও অভাব।তারমধ্য ও কোনরকম কর্মীদিয়ে বন দস্যুদের কাছ থেকে বন রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারি বনকর্মীরা। গত কয়েক মাস আগে ও তুলামুড়া থেকে বন কাটার মেশিন উদ্ধার করতে সফল হয়েছে বনকর্মীরা। শনিবার সকালে কাকড়াবন রেঞ্জ অফিসে খবর আসে যে দক্ষিণ মির্জা এলাকার গভীর জঙ্গলে গাছ কাটার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। এখবর পেয়ে সঙ্গে সঙ্গে কাকড়াবন, জামজুড়ি ও তুলামুড়া থেকে বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে গিয়ে বনকর্মীরা গাছ কাটার শব্দ শুনতে পেয়ে জঙ্গলে প্রবেশ করে। এদিকে বনকর্মীরা প্রবেশ করার শব্দ পেয়ে বনদস্যুরা পালিয়ে যেতে পারলেও বনকর্মীরা গাছ কাটার মেশিন উদ্ধার করতে সফল হয়েছে বলে জানান রেঞ্জ অফিস্যার সুখজয় এিপুরা নামে এক বনকর্মী। এদিকে দুইদিনের অভিযানে ছিলে সুখজয় এিপুরা, বৈদ্যনাথ শীল, কানাই ঘোষ সহ বন দপ্তরে অন্যান্য কর্মী। অতি শীঘ্রই বনদস্যুদের আটক করেন শাস্তি প্রদান করা হবে বলে রেঞ্জ অফিস্যার সুখজয় এিপুরা। ছুরাই গাছ কাটা মেসিনের দাম কয়েক লক্ষ টাকা হবে বলে জানা যায়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ