25 C
Agartala
Thursday, March 23, 2023
- Advertisemet -spot_img

নেশাসামগ্রী সহ গ্রেফতার এক

সুজন চক্রবর্তী: কচুদরম বোয়ালিহাওয়ার থেকে নেশা সামগ্রী সহ মণিপুরের এক নাগরিককে গ্রেফতার করল আসাম ড়রাজ‍্যের কাছাড়জেলা পুলিশ। শনিবার রাতে নেশা সামগ্রী পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে আবার ও বৃহৎ সাফল‍্য লাভ করলো কাছাড় পুলিশ। এবার কচুদরম বোয়ালি হাওয়ার থেকে নেশা দ্রব‍্য সহ মণিপুর রাজ‍্যের এক নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এদিন রাতে গোপন সূত্রের ভিত্তিতে সোনাই থানার ওসি মানব সন্দিকৈ ও কচুরদম থানার ওসি বিপুল বিশ্বাস সহ পুলিশ বাহিনী যৌথ অভিযানে নেমে কচুদরম থানা এলাকার বোয়ালিহাওয়ার গ্রামের একটি বাড়ি থেকে সন্দেহজনক নেশাদ্রব‍্য মর্ফিন সহ মণিপুর রাজ‍্যের পূর্ব মণিপুর জেলার হিংগেং থানা এলাকার হিংগেং গ্রামের লাইশ্রম রামজয় সিংহ ( ৫১) নামের মণিপুরের নাগরিককে গ্রেফতার করেছেন। বাজেয়াপ্ত করা  সন্দেহজনক মর্ফিনের পরিমাণ ৮৭২ গ্রাম। যার বাজার মূল‍্য এক কোটি টাকা। মর্ফিন মণিপুরের জিরিবাম থেকে বিক্রির জন‍্য নিয়ে এসেছিল পাচারকারী বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ রিমান্ডে নিয়েছে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ