বক্সনগর প্রতিনিধি:
পূর্ব সুচি অনুযায়ী দীর্ঘ ৫৪ মাস পর সিপিআইএম সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে দক্ষিণ নলছড় উত্তর নলছড় এবং নলছর বাজারে কর্মসংস্থান জল ও বিদ্যুতের একাধিক সমস্যা নিয়ে এক তৃপ্ত মিছিল সংঘটিত করা হয়। শাসক দলের ভয়ভীতি কে উপেক্ষা করেই এই মিছিল সংঘটিত করা হয়। এই দিন এই মিছিল নেতৃত্ব দেন কুড়ি বক্সনগর এলাকার বিধায়ক সহীদ চৌধুরী , ছিলেন নলছড়ের প্রাক্তন বিধায়ক তপন চন্দ্র দাস ,ছিলেন মহকুমা সম্পাদক রতন সাহা , রাজ্য কমিটির সদস্য শামসুল হক , সুরেশ দাস সহ মহকুমা এবং অঞ্চলের সিপিআইএম নেতৃত্বরা । এদিন মিছিলটি দক্ষিণ নলছর এবং উত্তর নলছর দিক থেকে দুটি মিছিল এসে একত্রিত হয়। প্রথম মিছিলটি নলছর বাজারের ব্রিজ চৌমুনী থেকে শুরু হয়, এবং অপর মিছিলটি নলছর বাজারের দ্বিগবিজয় ক্লাব থেকে শুরু হয়। যখন মিছিল দুটি একত্রিত হয়ে নলছর বাজারের সিপিআই এম পার্টি অফিসের সামনে আসলে প্রথমে প্রশাসনের পক্ষ থেকে মিছিলটি আটকে দেওয়া হয়। অন্যদিকে বর্তমান শাসক দলের বিজেপি কর্মীরা সিপিআইএমের মিছিল দুটিকে বানচাল করার জন্য চেষ্টা চালায়। শেষের দিকে উভয় দল থেকে শুরু হয় ইট পাটকেল ছড়া ছড়ি। এতে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা । এবং অনেকক্ষণ ধরে উভয় দলের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে। কিন্তু শেষ পর্যন্ত সিপিআইএম দলের কর্মী সমর্থকরা বেশি এবং উত্তপ্ত হলে শাসক দল বিজেপির লোক পিছো হাঁটে । এবং এগিয়ে আসতে সাহস দেখায়নি। শেষ পর্যন্ত বিজেপি কর্মীরা নিজ থেকে পিছু হটতে বাধ্য হয়। এই বিষয়ে কথা বলতে গিয়ে সিপিআইএম সোনামুড়া মহকুমার সম্পাদক রতন সাহা ঘটনার বিবরণ তুলে ধরেন। তবে আজকের এই ঘটনায় গোটা এলাকায় রীতিমতো উত্তপ্ত এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

