নিজস্ব প্রতিনিধি: গতকালই দিল্লীতে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সাক্ষাৎ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। তার পাশাপাশি তিনি এদিন সাক্ষাৎ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে। এদিনের সাক্ষাৎ এর বহু ছবিও সামনে এসেছে। জানা গেছে, রাজ্যের রাজনৈতিক আলোচনা এবং বিজেপির রাজ্যের আগামীদিনের ভূমিকার পাশাপাশি রাজ্যসভার প্রার্থী নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।
এদিনের এই আলোচনার মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেন, ‘
আজ দিল্লীতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি আদরনীয় জেপি নাড্ডা জী’র সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাত করে রাজ্যের সাংগঠনিক বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি।
উনার মত দূরদর্শী নেতৃত্বের মার্গ দর্শন ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠন আরো বিস্তার লাভ করবে।’

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই রাজ্যে দুদিনের জন্য এসেছিলেন জেপি নাড্ডা। আর তারপর ফের একবার মুখ্যমন্ত্রীর দিল্লীভ্রমণে দেখা করলেন নাড্ডার সাথে। রাজনৈতিক মহল্র এই ধরণের সাক্ষাৎ এর অনেক অর্থ বয়ে আনছে।