25 C
Agartala
Thursday, March 23, 2023
- Advertisemet -spot_img

রুদ্রসাগরে আজ হল নৌকা বাইশ প্রতিযোগিতা

নীরমহল জল উৎসব এর আজ আজ তৃতীয় দিনে অনুষ্ঠিত হয় মেলাঘর রুদ্রসাগর ঐতিহ্যবাহী সাঁতার ও নৌকাভাইস প্রতিযোগিতা এ নৌকা বাইশ প্রতিযোগিতায় নয়টি ভাগে পুরুষ এবং মহিলা নৌকা প্রতিযোগিতা করেন প্রথমে ছোট কুশা বড় কুসা ও ডিঙ্গ ছোট সুরঙ্গা মাঝারি সুরঙ্গা এবং বড় সুরঙ্গা এতে সবচেয়ে আকর্ষণীয় বড় সুরঙ্গার ৪০ থেকে ৪৫ বৈঠা প্রথম স্থান অধিকার করেন বৌদ্ধর মুড়া নির্মল দাস ও তার দল এবং দ্বিতীয় স্থান অধিকার করে বরদোয়াল তাজুল ইসলাম ও তার দল এই নৌকা বাইশ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন নলচর বিধানসভার বিধায়ক শ্রী সুভাষচন্দ্র দাস এবং সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত এবং নলছার ব্লক চেয়ারম্যান জোহর ঘোষ এবং সমাজসেবক দেবব্রত ভট্টাচার্য ও রুদ্রসাগর ফিশারির সমবায় সমিতির চেয়ারম্যান পরমেশ্বর দাস।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ