28 C
Agartala
Wednesday, October 4, 2023
- Advertisemet -spot_img

চুরি হওয়া বাইক উদ্ধার করলো শান্তিরবাজার থানার পুলিশ

শ্যামলী ত্রিপুরা, শান্তিরবাজার প্রতিনিধি:

ঘটনার বিবরনে জানাযায় শনিবার রাত্রিবেলায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত বেতাগা এলাকায় বিশ্বকর্মা পূজাদেখতেগিয়ে প্রবীর দেবনাথ নামে একব্যক্তির টি আর ০৮ ই ৪৯৬৭ নাম্বারের বাইটি চুরি করেনিয়েগিয়ে পাশ্ববর্তী এলাকায় জঙ্গলে ফেলেরেখে চলেযায় চোরের দল। এই চুরিকান্ড নিয়ে বাইকের মালিকের পক্ষথেকে শান্তির বাজার থানায় খবরদিলে শান্তির বাজার থানার এস আই সুজিত সরকারের নেতৃত্বে বিশেষ অভিযানে নেমে অনেক খোঁজাখুজির পর বেতাগা এলাকায় একটি জঙ্গল থেকে চুরি হয়েযাওয়া বাইকটি উদ্ধারকরে। ঘটনাস্থলে জিঞ্জেসাবাদের পর সন্দেহ জনক এক ব্যক্তিকে আটক করে শান্তির বাজার থানার পুলিশ। চুরি হয়েযাওয়া বাইকটি উদ্ধারকরে বাইকের মালিকের হাতে বাইকটি তুলেদেওয়াহয়। চুরি হোওয়ায় ঘটনার তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ