22 C
Agartala
Tuesday, March 21, 2023
- Advertisemet -spot_img

গ্যাস সিলিন্ডার থেকে পাঁচ কোটির হেরোইন

শ্যামলী ত্রিপুরা, ভানু চন্দ: গ্যাস সি‌লিন্ডার থে‌কে আসামের পাথারকা‌ন্দি‌তে পাঁচ কো‌টি টাকার হে‌রোইন উদ্ধার, ধৃত হল দুই। পাথারকান্দি ও করিমগঞ্জ পুলিশের যৌথ অভিযানে (আসামের) পাথারকান্দি থানাধীন কাবাড়িবন্দ গ্রামের জামিল উদ্দিন নামের এক ব্যাক্তির বাড়িতে অভিযান চালিয়ে একটি গ্যাস সিলিন্ডারের ভিতরে লুকিয়ে রাখা উনপঞ্চাশটি সাবানের বাক্স থেকে ছয়`শ নব্বই গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।যার বাজার মুল প্রায় পাঁচ কোটি টাকা হবে বলে পু‌লিশ জানি‌য়ে‌ছে।তবে এই অভিযানে সময় বা‌ড়ির মা‌লিক জমিল পালিয়ে গে‌লেও অন্য একজনকে আটক করতে সক্ষম হয় পু‌লিশ।তার নাম না‌জিম উ‌দ্দিন।পরে নাজিম সহ এক গাড়ি চালককে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যা‌চ্ছে। গতকাল এই অ‌ভিযা‌নে পাথারকা‌ন্দি পু‌লি‌শের সা‌থে নেতৃত্ব দেন এএস‌পি পার্থপ্রতিম দাস।বর্তমা‌নে তি‌নি দফায় দফায় ধৃত‌দের টানা জিঙ্গাসাবাদ চা‌লি‌য়ে যা‌চ্ছেন।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ