31.1 C
Agartala
Tuesday, April 16, 2024
- Advertisemet -spot_img

পাঁচ বছর পরেও, শান্তনুর মৃত্যুর বিচার কই?

শ্যামলী ত্রিপুরা: দিনটা ছিল ২০ সেপ্টেম্বর ২০১৭ সাল। অভিশপ্ত সেই এক দিন রাজ্যের তরুণ সাংবাদিককে রাস্তায় নৃশংসভাবে হত্যা করা হয়। মান্দায়ের সেই ঘটনায় আইপিএফটি দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে হত্যা করে। পুলিশি ভূমিকার কথাও ছিল অনেকটাই নিম্নস্তরের। গাড়িতে করে রক্তাক্ত শান্তনুর দেহ আনা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা খরে দেয়। এই ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা দেশ। রাজ্যের সংবাদ জগৎ এর সঙ্গে যুক্ত সাংবাদিকরাও এই ঘটনার শাস্তির দাবি করতে থাকে। তৎকালীন সরকার এই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করে। কিন্তু সাংবাদিকদের দাবি ছিল সিবিআই তদন্তের। পরবর্তীতে সরকার পরিবর্তন হলে সিবিআই এর হাতে তদন্ত গেলেও তা যে কোনো কাজেই আসল না তা জলের মতো পরিষ্কার। এর থেকে লজ্জাকর ব্যর্থতা হয়তো সবার। তরুণ সাংবাদিকের হত্যাকারীরা আজও ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ছেলে হত্যার বিচার আজও পেল না হতভাগী মা। বিচারটা পেল না এই রাজ্যের সাংবাদিকরা। আজকের দিনে দাড়িয়ে শান্তনু আমাদের মাঝে নেই ৫টি বছর হয়ে গেল। ৫ বছরে শান্তনুর হত্যাকারীদের বিচার দেওয়া গেল না। এর তদন্ত কবে হবে? আদৌ হবে? তার কোনো উত্তর হয়তো নেই কারোর কাছে। কেননা রাজ্যে ফের একবার নির্বাচন আসছে। ভোট আসে ভোট যায়। সাংবাদিক হত্যার বিষয়টাকে সামনে রেখে ক্ষমতা আসনে বসে বিচার পাইয়ে না দেওয়াটাও একটা অপরাধ। আর আমরা সাংবাদিকরা আজও বিশ্বাস করি শান্তনু হত্যার বিচার হবে, অচিরেই তার অপরাধীরা চরম শাস্তি পাবে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ