31 C
Agartala
Thursday, March 28, 2024
- Advertisemet -spot_img

প্রতিমা নিরঞ্জনে রাজধানীতে জাকজমক মায়ের গমণ ২০২২

শ্যামলী ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি: সন্ধ্যায় আজ আগরতলা শহর প্রত্যক্ষ করল এক বর্ণনা আনন্দযাত্রার। মায়ের গমন-২০২২ উপলক্ষে বিভিন্ন ক্লাবের দুর্গা প্রতিমার বিসর্জনে মেতে উঠল শহর আগরতলা। ঢাকের বাজনা, জনজাতি নৃত্য ও লোকনৃত্যের উচ্ছ্বাসে মুখরিত হল ঐতিহ্যের এই শহর। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবারই প্রথম শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীকে স্মরণীয় করে রাখতে মায়ের গমন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সন্ধ্যায় আগরতলা সিটি সেন্টারের সামনে মায়ের গমন অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা । মায়ের গমন অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, কোভিড অতিমারীর কারণে দুবার দুর্গাপূজার বিজয়া দশমীর বিসর্জন সেভাবে আকর্ষণীয় হয়ে উঠেনি। এবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দুর্গাপূজার বিসর্জন উপলক্ষে মায়ের গমন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুন্দরভাবে আগরতলার ক্লাবগুলির প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের উৎসবের মেজাজকে আরও সুদৃঢ় করতে মায়ের গমন অনুষ্ঠানের আয়োজন । একটা প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনকে স্মরণীয় করে রাখাই এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্যে। আগামীদিনে আগরতলা শহর ছাড়াও জেলা ও মহকুমা শহরেও এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হবে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এধরণের অনুষ্ঠান আয়োজনে আগরতলা পুরনিগম, আরক্ষা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর যেভাবে সহযোগিতা করেছে তার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, এডিজিপি সৌরভ ত্রিপাঠি, ওএনজিসি অ্যাসেট ম্যানেজার তরুণ মালিক, আগরতলা পুরনিগমের কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পিকে চক্রবর্তী। মায়ের গমন অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি ক্লাবকে শংসাপত্র দেওয়া হয়েছে। তাছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হবে ।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ