26.7 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

ঘূর্ণিঝড় সিতরাং এ প্রভাব রাজ্যে

ঘূর্ণিঝড় সিতরাং এর প্রভাব এবার রাজ্যে। গোটা রাজ্যে সতর্কতা জারি। ২৪,২৫,২৬ বন্ধ স্কুল কলেজ। এক সপ্তাহের জন্য সরকারি দফতরগুলিতে বাতিল ছুটি। রবিবার এই নিম্নচাপের পূর্ব মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে এসে গভীর নিম্নচাপে পরিণত। আজ সোমবার অর্থাৎ কালীপুজোর দিন সেই গভীর নিম্নচাপ পশ্চিম, মধ্য ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আবহবিদরা জানিয়েছেন। সিতরাং এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উড়িশা এবং বাংলাদেশ এর প্রভাবে পড়বে। রাজ্যে জারি কড়া সতর্কতা। ফলে এই দীপাবলীটা ততো একটা আনন্দময় হচ্ছে না! ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো-হাওয়া, হবে বৃষ্টিপাতও। রাজ্যের কুমারঘাট, তেলিয়ামুড়া, আগরতলা, শান্তিরবাজার এবং উদয়পুরেও জারি করা হয়েছে লাল এলার্ট।

যার জেরে রাজ্য সরকারও একাধিক প্রদক্ষেপ হাতে নিয়েছে,

*২৪ থেকে ২৬ অক্টোবর অব্দি বন্ধ সব স্কুল-কলেজ।
*দীপাবলীতে বন্ধ বিশেষ রেল পরিষেবা।
*জান চলাচলেও রয়েছে নানান নির্দেশাবলী।

ফলে রাজ্যবাসীর কাছে অনুরোধ, যথা সম্ভব বাড়ি থেকে না বের হওয়ার চেষ্টা করুন। সতর্কতা মেনে চলুন।

ডেস্ক থেকে দিগন্ত দাসের প্রতিবেদন প্রতিদিন ত্রিপুরা।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ