33 C
Agartala
Friday, April 12, 2024
- Advertisemet -spot_img

পানিসাগরে একগুচ্ছ কর্মসুচি নিয়ে রাজ্যের মাননীয় মূখ্যমন্ত্রী প্রোফেসর ডঃ মানিক সাহা

১৫ ই ডিসেম্বর দুপুর দুই ঘটিকায় উওর জেলার পানিসাগরে একগুচ্ছ কর্মসুচি নিয়ে আসেন রাজ্যের মাননীয় মূখ্যমন্ত্রী প্রোফেসর ডঃ মানিক সাহা এবং রাজ্য সরকারের তথ্য,সংস্কৃতি ও ক্রীড়া দপ্তর সহ পানীয় জল দপ্তরের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাশয়। কর্মসূচি গুলোর মধ্যে রয়েছে পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের নবনির্মিত দ্বিতল ভবন,পানিসাগর শারিরশিক্ষন মহাবিদ্যালয়ে নবনির্মিত আধুনিক মান সম্পন্ন সুইমিং পুল, শারিরশিক্ষন মহাবিদ্যালয়ের নবনির্মিত বয়েজ হোস্টেলের শুভ শুচনা পর্ব সহ শারিরশিক্ষন মহাবিদ্যালয়ের মাঠে নির্মিয়মান সিন্থেটিক অ্যাথলেটিক ট্রেক এর শিলান্যাস অনুষ্টান।সবগুলো ক্ষেএেই শুভ শুচনা করেন রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডঃমানিক সাহা মহাশয়।উনার সাথে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের আরেক মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাশয়,পানিসাগর বিধানসভা বিধায়ক বিনয় ভুষন দাস,যবরাজনগর বিধানসভার বিধায়িকা মলিনা দেব নাথ,জেলা সমাহর্তা নাগেশ কুমার বি,জেলা পুলিশ সুপার,আই,সি,এ,আর, অধিকর্তা শিলং ডঃ অরুন কুমার সিনহা,এসোসিয়েট প্রফেসর যুববিষয়ক ক্রীড়া দপ্তর ডঃচিএ জিৎ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।একে একে সবগুলি কর্মসূচী শেরে মুল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চে।মঞ্চে স্বাগত আলোচনা রাখেন এসোসিয়েট প্রফেসর ডঃ চিএ জিৎ ভৌমিক।এছাড়াও উক্ত কর্মসূচির বাস্তবতা সহ বর্তমান রাজ্য সরকারের রুপরেখা তুলে ধরেন মাননীয় মুখ্যমন্ত্রী সহ তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী মহুদয়েরা।মুল অনুষ্টান টিকে কেন্দ্র করে অনুষ্টিত হয় জেলা ভিওিক খেলা ধুলার সামগ্রী বন্টন অনুষ্টান।কৃষি বিজ্ঞান কেন্দ্র চত্বরে গাছের চারা রোপন করেন সন্মানিত মন্ত্রী সহ বিধায়কগন।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ