26 C
Agartala
Friday, April 19, 2024
- Advertisemet -spot_img

নবনির্মিত দ্বিতল ভবনের দ্বারদঘাটন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

জুয়েল রানা প্রতিনিধি বক্সনগর:-

দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হলো বক্সনগরবাসীর।বৃহস্পতিবার বিকাল ২ ঘটিকায় সিপাহীজলা জেলার বক্সনগর ব্লক অন্তর্গত সোনামুড়া মহকুমার বনিদি স্কুল বলে পরিচিত শিক্ষামন্ত্রী রতনলাল নাথের হাত ধরে বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতীয় ভবনের দ্বারোদঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই বিদ্যালয় কে আধুনিক মানের দ্বিতল বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন রাজ্যের আইন ও শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহ আলম, ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন, এলাকার বিশিষ্ট সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য।সোনামুড়া মহকুমা শাসক মানিক লাল দাস এবং জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ।এই মহতী অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বক্সনগর পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান সঞ্জয় সরকার। প্রথমে অতিথিদের উত্তরী ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন স্কুলের ছাত্রছাত্রীরা। তারপর শিক্ষামন্ত্রী রতনলাল নাথ দ্বিতল নতুন ভবনের মূল ফটকে ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন।তারপর স্কুলের ছাত্র-ছাত্রীরা সংগীত পরিবেশন এবং প্রাক প্রাথমিক ছাত্রীরা একটি নিত্য পরিবেশন করেন। তারপর স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদানন্দ দেববর্মা। স্বাগত ভাষণ রাখতে গিয়ে প্রধান শিক্ষক সদানন্দ দেববর্মা বলেন, নবনির্মিত দ্বিতল ভবনের ২৬ টি শ্রেণীকক্ষ রয়েছে, চারটি ল্যাবরেটরী কক্ষ,ল্যাবরেটরি এন্ড ই ল্যাবরেটরি একটি, স্টোর রুম তিনটি, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের দুটি কক্ষ রয়েছে, স্টাফ ও অফিস রুম মিলে তিনটি রয়েছে, বালক বালিকাদের গ্রীন রুম সহ কনফারেন্স হল রয়েছে দুটি, শৌচালয়ে রয়েছে পাঁচটি, বড় ধরনের কনফারেন্স রুম রয়েছে একটি, স্টেয়ার কেস চারটি, এবং বালিকাদের কমন রুম রয়েছে একটি। তাছাড়া নবনির্মিত দ্বিতল ভবনটি নির্মাণ ব্যয় ছিল ৬ কোটি ২৯ লক্ষ ৪৪ টাকা। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বক্তব্য রাখতে গিয়ে বলেন,

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ