28 C
Agartala
Wednesday, October 4, 2023
- Advertisemet -spot_img

চিনে আতঙ্ক, ভারতেও মিলল ওমিক্রন সাবভ্যারিয়েন্ট বিএফ.৭

নয়া দিল্লি: চিনে নতুন করে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির পিছনে রয়েছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের নয়া সাবভ্যারিয়েন্ট বিএফ.৭ (Omicron BF.7)। সরকারি সূত্রে জানা গিয়েছে, ভারতে ইতিমধ্য়েই এই উচ্চ সংক্রমণশীল কোভিড-১৯ সাবভ্যারিয়েন্টের ৩টি ঘটনার সন্ধান পাওয়া গিয়েছে। এই নয়া সাবভ্যারিয়েন্টের দুটি সংক্রমণ রিপোর্ট করা হয়েছে গুজরাট থেকে, আর একটি রিপোর্ট করা হয়েছে ওড়িশা থেকে। আরও জানা গিয়েছে, ভারতে এই সাবভ্যারিয়েন্ট প্রথম ধরা পড়েছিল গত অক্টোবর মাসে। এক কোভিড আক্রান্তের নমুনার জিনোম সিকোয়েন্সিং করার সময় বিএফ.৭ সনাক্ত করেছিল গুজরাট বায়োটেকনোলজি রিসার্চ সেন্টার। ওই সূত্রের দাবি, সম্ভবত আগের কোভিড সংক্রমণ এবং টিকা নেওয়ার ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। আর সেই কারণেই চিনে ব্যাপকভাবে বিএফ.৭ সংক্রমণ দেখা যাচ্ছে।বর্তমানে চিনে ফের নতুন করে ছড়াচ্ছে কোভিড মহামারি। জিনোম সিকোয়েন্সিং-এ দেখা গিয়েছে এর জন্য মূলত দায়ী কোভিডের সাবভ্যারিয়েন্ট বিএফ.৭। বেজিং-এ কোভিড আক্রান্তদের অধিকাংশর নমুনাতেই এই সাবভ্যারিয়েন্ট সনাক্ত করা গিয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট বিএ.৫-এরই একটি সাবভ্যারিয়েন্ট হল বিএফ.৭। এটি অত্যন্ত সংক্রমণশীল বলে জানিয়েছেন ভাইরাস বিশেষজ্ঞরা। ইনকিউবিশন পিরিয়ডও কম বলে, মানব শরীরে প্রবেশের পর অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে। শুধু তাই নয়, আগে কোভিড আক্রান্ত হয়েছেন যারা, তাদেরও ফের সংক্রমিত করতে পারে বিএফ.৭। এমনকি, যারা কোভিডের টিকা নিয়েছেন, তাদেরও সংক্রামিত করতে পারে এই কোভিড সাবভ্যারিয়েন্ট। তবে শুধু চিন নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক-সহ বিভিন্ন দেশে এই সাবভ্যারিয়েন্ট সনাক্ত করা হয়েছে।এদিকে, বিভিন্ন দেশে কোভিড সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বৈঠকের পর, কেন্দ্রের পক্ষ থেকে ফের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সতর্কতামূলক ডোজ় নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছেন নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডা. ভিকে পাল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, কোভিডের বিপদ এখনও দূর হয়নি। তিনি আরও জানিয়েছেন, সবরকম পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত আছে সরকার।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ