32 C
Agartala
Saturday, July 27, 2024
- Advertisemet -spot_img

গাঁজা উদ্ধারে সাফল্য পানিসাগর থানার পুলিশের

শ্যামলী ত্রিপুরাপ্রতিনিধ,
পানিসাগর,২৪শে ডিসেম্বর।।সকাল আনুমানিক নয়টা এিশ মিনিট নাগাদ আগরতলা থেকে ধর্মনগর গামী ট্রেনে করে এক ব্যাক্তি পানিসাগর স্টেশনে পৌছা মাএ ট্রেন থেকে নেমে দৌড়ে পালিয়ে যেথে দেখে স্থানীয় এলাকার লোকজনের সন্দেহ হয়।স্টেশনে থাকা উপস্থিত মানুষেরা তাকে আটক করে কোন কিছু বুঝে উঠার আগেই উওম মধ্যম দিতে থাকে।এই দৃশ্য পরিলক্ষিত করে স্থানীয় এলাকার ইরিক্সা চালকেরা তাকে জনরোশ থেকে বাচিয়ে পানিসাগর পুলিশের হাতে তুলে দেয়।যানা গেছে যুবকটির নাম মুকেশ কুমার,পিতা নাগেশ্বর রাই,বাড়ি বিহারের রঘু পুরে।পানিসাগর থানার পুলিশ তাকে জোর তল্লাশি চালিয়ে ওর কাছ থেকে ব্যাগের ভিতরে থাকা তিন বান্ডিলে মোট ছয় কিলো গাজা বাজেয়াপ্ত করে।ধৃত যুবকটি জানায় গাজা গুলি আগরতলা থেকে বিহারের উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিল। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আগরতলার কোথা থেকে গাজাগুলি নিয়ে আসছিলো তা স্পষ্ট করে বলেনি।তবে ছয় কিলো গাজা মোট পনেরো হাজার টাকা দিয়ে ক্রয় করেছে বলে স্বীকার করেছে।পানিসাগর থানা এই নিয়ে এন,ডি,পি,এস ধারায় একটি মামলা রুজু করে তদন্ত কার্য চালিয়ে যাচ্ছে।ধারনা করা হচ্ছে অচিরেই আসল পান্ডাদের বিষয়ে সঠিক সন্ধান পাওয়া যাবে।আগামী কাল অভিযুক্ত যুবকটিকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করবে বলে জানিয়েছেন।পাশাপাশি গাজা পাচার কান্ডে জরিত অন্যান্যদের পাকরাও করতে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হবে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ