25.8 C
Agartala
Friday, July 26, 2024
- Advertisemet -spot_img

কংগ্রেস কর্মীদের উপর আক্রমনের ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,কুমারঘাট বিকাশ কপালি,২৮ ডিসেম্বর।বিগত ২৫ শে ডিসেম্বর সন্ধ্যায় ঊনকোটি জেলার কুমারঘাট থানাদিন কাছারিছড়া এলাকায় কংগ্রেস কর্মী শান্তনু চাকমা উপর অতর্কিতে আক্রমণ চালায় শাসক দল আশ্রিত দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ কুমারঘাট স্থিত ফটিকরায় ব্লক কংগ্রেসের।এরই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পাবিয়াছড়া ব্লক কংগ্রেস কমিটির আহবানে কুমারঘাট কংগ্রেস অফিস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আহবান জানানো হয়।মূলত সাংবাদিক বৈঠকটি অনুষ্ঠিত হয় কংগ্রেস কর্মী আক্রমণের প্রতিবাদ জানিয়ে।উক্ত সাংবাদিক বৈঠকে পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব, উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেসের ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক সমীরন দাস, এছাড়াও উপস্থিত ছিলেন পিসিসি সম্পাদক স্বাগত দাস ,প্রাক্তন পিসিসি সদস্য সত্যবান দাস,কংগ্রেস নেতা প্রদীপ চন্দ, জগদীশ পাল, তরুণ সাহা, কংগ্রেসের বরিস্ট নেতৃত্ব সুষেন ভৌমিক সহ অন্যান্যরা নেতৃত্বরা।সাংবাদিকদের সাথে সন্মেলন চলাকালীন সময়ে কংগ্রেস নেতৃত্বরা সাশকদল বি,জে,পি দলের আশ্রীত দূস্কৃতিকারিদের বিরুদ্ধে একহ্রাস ক্ষোভ উগরে দেন।পাশাপাশি কংগ্রেস কর্মীকে আক্রমণ করে তার উপর সম্পুর্ন পরিকল্পিতভাবে নিজেদের দূস্কৃতিকারিদের বাঁচাতে কুমারঘাট থানায় কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে অযথা মামলা রুজু করার তীব্র সমালোচনা সহ প্রতিবাদ জানানো হয়।সাংবাদিক সন্মেলন থেকে কংগ্রেস নেতৃত্বরা সাশকদলীয় অভিযুক্ত দুস্কৃতিদের বিরুদ্ধে যতোপযুক্ত ব্যাবস্থা গ্রহনের আহবান জানানো হয় কুমারঘাট আরক্ষা প্রশাসনের নিকট।অন্যতায় সাশকদল বি,জে,পি এর বিরুদ্ধে তীব্র গনআন্দোলন গড়ে তোলে হবে বলে জানানো হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ