36 C
Agartala
Friday, July 26, 2024
- Advertisemet -spot_img

রৌয়া প্রিমেট ফেস্টিভ্যাল -২০২২

শ্যমলী ত্রিপুরা প্রতিনিধি, পানিসাগর,২৮শে ডিসেম্বর।। দুপুর দুই ঘটিকায় উওর জেলার পানিসাগর সি,পি,আই,এম মহকুমা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হয় ডি,ওয়াই,এফ,আই এবং টি,ওয়াই,এফ পানিসাগর ভিবাগীয় কমিটির উদ্দ্যোগে যুব রেলী।উক্ত যুব রেলীটি পানিসাগর সি,পি,আই,এম মহকুমা কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে পানিসাগর বাজার সহ আসাম আগরতলা জাতীয় সড়কের বিলথৈ পার্কিং এলাকা হয়ে চালটিলা ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়।সমাপ্তি লগ্নে অনুষ্ঠিত হয় পথ সভা।এতে সভাপতিত্ব করেন ডি,ওয়াই,এফ,আই পানিসাগর মহকুমা সভাপতি কমঃনির্মলেন্দু দাস এবং কমঃদেবদা রিয়াং।এছাড়াও উপস্থিত ছিলেন ডি,ওয়াই,এফ,আই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমঃ বাসুদেব ভট্টাচার্য,ডি,ওয়াই,এফ, আই মহকুমা সম্পাদক কমঃ রতিশ দাস,টি,ওয়াই,এফ সম্পাদক রেবা মোহন এিপুরা,পার্টির জেলা কমিটির সদস্য কমঃ শীতল দাস,মহকুমা কমিটির সম্পাদক কমঃঅজিত দাস,কমঃ করুন নাথ,কমঃঅবনী দে সহ অন্যান্য দলীয় নেতৃত্ব থেকে শুরু করে সমর্থকেরা।উক্ত যুব রেলীতে অংশ গ্রহণ করেন প্রায় এক হাজারেরো বেশি সমর্থকেরা।পথ সভায় আলোচনা রাখতে গিয়ে নেতৃত্বরা তোলে ধরেন বর্তমান সাশক দলীয় সরকারের
আমলে বেকার বিরোধী নীতি,রাজ্যে গনতন্ত্র লুন্টন,বিরোধীদের প্রতি রাজনৈতিক সন্ত্রাস সহ ভিষন ডকুমেন্ট নিয়ে রাজ্যের জনগনের সাথে প্রতারনা করার বিরুদ্ধে সোচ্ছার হয়।পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনকে সাশক দলীয় জামানত বাজেয়াপ্ত করে রাজ্যে অষ্টম বারের মতো বামফ্রন্ট সরকার প্রতিষ্টা করার আহবান জানিয়ে যুব রেলীর সমাপ্তি ঘোষনা করা হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ