22 C
Agartala
Sunday, March 24, 2024
- Advertisemet -spot_img

এক কোটি টাকার গাঁজা গাছ ধ্বংস

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি, বিশালগড় ৬ ফেব্রুয়ারি||গোপন খবরে ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ CRPF ও বিভিন্ন কোম্পানির জোয়ান সোমবার সকাল ৮থেকে দুপুর ১২ পর্যন্ত গজারিয়া অভিযান চালিয়ে ৩২ টি প্লটে ৩০ কানি জায়গায় এক লক্ষ 15 হাজার হাজার গাঁজা গাছ ধ্বংস করেন যার বাজার মূল্য এক কোটি টাকা। এদিনের অভিযানে ছিলেন বিশালগড় থানার ওসি বাদল সাহা থানার পুলিশ আসাম রাফেলস,150 Bnt BSF ও CISF,IRBN, TSR জোয়ান। জানাযায় গাঁজা কারবারিরা সরকারি জমিকে ভর করে গাঁজা বাগান গড়ে তুলেছেন আর কিছুদিনের মধ্যে এই গাঁজা বাগান গুলি কাটা শুরু করতে চলেছিল কারবারিরা। তার মধ্যেই পুলিশের কাছে গোপন খবর আসে গজারিয়া সরকারি জমিতে গড়ে ওঠা গাঁজা বাগানের। পুলিশের এই অভিযানকে রক্ত চক্ষে তাকিয়ে দূর থেকে দেখতে থাকে গাঁজা কারবারীরা। রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব ও বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার যে সংকল্প ত্রিপুরাকে নেশা মুক্ত করা সেই সংকল্পকে পাথেয় করে রাজ্য পুলিশ প্রশাসন কঠোর ভাবে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার কাজে লেগে পড়েছেন তারই অঙ্গ হিসেবে বিশালগড় গজারিয়া অভিযান।প্রথমে গাঁজা গাছগুলো কেটে সমস্ত গাছ গুলোকে একত্রিত করে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে ড্রেস্টয় করেন। জানাযায় যেই সমস্ত গাঁজা গাছ গুলো কাটা হয়েছে যদি সেগুলো ঘটনাস্থলে ফেলে রাখা হয় তাহলে গাঁজা কারবেরিরা সেই গাঁজা গাছগুলোকে নিয়েই তাদের বাণিজ্যটা করে ফেলতে পারবেন সেই ভেবে প্রশাসনের উদ্যোগে পেট্রোল তেলের সমস্ত গাঁজা গাছ গুলো ধ্বংস করে ফেলা হয়। বিশালগড় থানার পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকদের এই অভিযান কে অনেকটাই সাদুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ। আগামী দিনে বিশালগড় থানার এই অভিযান জারি থাকবে বলে জানা যায় বিশালগড় থানার ওসি বাদল সাহা।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ