36 C
Agartala
Thursday, April 25, 2024
- Advertisemet -spot_img

যুব উৎসব যুবক নেই

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি উদয়পুর প্রতিনিধি ,বিশৃঙ্খলা পরিবেশের মধ্য দিয়ে পালিত হল গোমতী জেলাভিত্তিক যুব উৎসব। নেহরু যুব কেন্দ্র গোমতী জেলা এবং যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তর গোমতী জেলা যৌথ উদ্যোগে আয়োজিত উদয়পুর জামতলা টাউন হল প্রাঙ্গনে বিশৃঙ্খলা পরিবেশের মধ্যে পালিত হয় ২০২৩ গোমতী জেলা ভিত্তিক যুব উৎসব। সকাল সাড়ে ১১ ঘটিকায় আয়োজিত যুব উৎসবের শুভ সূচনা করেন মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিধায়ক রঞ্জিত দাস, গোমতি জেলা অতিরিক্ত জেলা শাসক, যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের অধিকর্তা সু বিকাশ দেববর্মা, নেহেরু যুব কেন্দ্র অধিকর্তা শ্রীমতি জবা চক্রবর্তী, নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার প্রদীপ চক্রবর্তী। এ দিনের যুব উৎসবের অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার। উদয়পুর জামতলা ৫০০ আসন বিশিষ্ট টাউন হলে আয়োজন করা হয় জেলাভিত্তিক যুব উৎসব। জেলাভিত্তিক যুব উৎসব হলেও জেলা থেকে যুবকদের উৎসাহ লক্ষ্য করা যায়নি। ৫০০ আসন বিশিষ্ট হলে অধিকাংশ আসনই ছিল ফাঁকা। যাহাই ছিল তার মধ্যে বয়োজ্যেষ্ঠদের উপস্থিতি ছিল বেশি। সূত্রের খবর, দপ্তরের কাছে আগাম খবর ছিল ২০২৩ গোমতী জেলাভিত্তিক যুব উৎসবে যুবকদের উপস্থিতি কম থাকার সম্ভাবনা রয়েছে। তাই ১২০০আসন বিশিষ্ট রাজর্ষি প্রেক্ষাগৃহে অনুষ্টান না করে উদয়পুর জামতলা টাউন হল প্রাঙ্গনে করা। সেখানেও একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে, যুবকদের অনুষ্ঠানে যুবদের উপস্থিতি একেবারে কম। যুবকদের উপস্থিতি কম থাকার কারণে অনুষ্ঠানে অতিথিবর্গদের চোখে মুখে ক্ষোভের আঁচ লক্ষ করা যায়। তাছাড়া অতিথিদের বক্তব্য রাখার সময় হলে বিশৃঙ্খলা পরিবেশ লক্ষ করা হয়।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ