36 C
Agartala
Friday, July 26, 2024
- Advertisemet -spot_img

খুশির ঈদে মাতলো সবাই

শ্যামলী ত্রিপুর প্রতিনিধি, বিলোনিয়া ২২ এপ্রিল।। ধর্ম যার, উৎসব হোক সবার এই বার্তাই ভারতের অখন্ডতাকে রক্ষা করে রেখেছে । কে হিন্দু, কে মুসলিম এই ভেদাভেদ না রেখে একে অপরেকে শুভেচ্ছা বার্তা দিয়ে সামিল হচ্ছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে । রমজানের রোজা শেষে শনিবারে এলো খুশীর ঈদ। এই ঈদকে কেন্দ্র করে মুসলিম ধর্মাবলম্বীদের মাঝে বইছে খুশির জোয়ার । সারা দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সেই সাথে রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে বিলোনিয়া জুড়ে মুসলিম ধর্মাবলম্বীরা পালন করছে ঈদুল ফিতর। দক্ষিণ ত্রিপুরা জেলার পবিত্র ঈদের নামাজের মুল অনুষ্ঠানটি হয় বিলোনিয়া বনকর তাকিয়া মসজিদে । এই দিন সকালে নতুন বস্ত্র পরিধান করে তাকিয়ে মসজিদ প্রাঙ্গণে এসে জড়ো হয় মুসলিম ধর্মাবলম্বীরা । মসজিদের মোল্লা সাহেব উপস্থিত মুসলিম ধর্মাবলম্বীদের নামাজ পড়ান । নামাজ শেষে একে অপরকে আলিঙ্গনের মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন । এরপরেই ঘরে ঘরে সেমাই সহ রকমারি খাবারের ধূম পরে যায় ঈদকে কেন্দ্র করে।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ