38 C
Agartala
Tuesday, June 6, 2023
- Advertisemet -spot_img

নেতাদের মুখোশ খুললো জনতা

শ্যামলী ত্রিপুরা প্রতিনিধি,সাব্রুম ১ মে।।অফিসারদের সামনে নেতাদের মুখোশ খুলে দেয় আম জনতা ! সাব্রুম মহকুমার পোয়াংবাড়ি ব্লকের কানালবাড়ি এলাকায় পানীয় জলের দাবিতে পথ অনুরোধ করে স্থানীয়রা। সকাল ৯টা থেকে শুরু হয় পথ অবরোধ। এলাকার জনগণের দাবি দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট রয়েছে। বহুবার ব্লক ও পঞ্চায়েতস্তরে জানানোর পরও পানীয় জলের কোনও ব্যবস্থা না হওয়ায় কানালবাড়ি এলাকার জনগণ সংঘবদ্ধ হয়ে পথ অবরোধ করে। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ব্লকের বিডিও।কিন্তু মানুষ তাদের সামনেই বাম ও রাম সরকারের তথাকথিত প্রচারের ফানুস ফুটু করে দেন।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ