23 C
Agartala
Friday, March 22, 2024
- Advertisemet -spot_img

আর ছাপা হবে না ২০০০ টাকার নোট। কাছে থাকলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলে নিন

নিজস্ব প্রতিনিধি শ্যামলী ত্রিপুরা, ১৯ মে ।। বাজার থেকে তুলে নেওয়া হবে ২০০০ টাকার নোট। শুক্রবার (১৯ মে) বড় সিদ্ধান্ত ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। তবে, ২০০০ টাকার নোট প্রত্যাহার করা হলেও, এখনই এই নোটকে অচল বলে ঘোষণা করা হচ্ছে না। কাজেই আপনার কাছে যদি ২০০০ টাকার নোট থেকে থাকে, সেই ক্ষেত্রে চিন্তার কিছু নেই। আরবিআই জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওই নোট ব্যাঙ্কে জমা দিতে হবে। তবে, ২০০০ টাকার নোট আর নতুন করে ছাপা হবে না এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যেই তা বাজার থেকে তুলে নেওয়া হবে। দীর্ঘদিন ধরেই অবশ্য এটিএম বা ব্যাঙ্কে ২০০০ টাকার নোট দেখা যায় না। এবার সরকারিভাবে এই নোট প্রত্যাহার করা হল। ২০১৬ সালে ৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে এক ভাষণে পুরোনো ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিল করে, নতুন ৫০০ টাকার নোট এবং ২০০০ টাকার নোট চালু করা হয়েছিল। বর্তমানে ২০০০ টাকার নোটই ভারতের সবথেকে বেশি মূল্যের মুদ্রা নোট।

Related Articles

যোগাযোগ রেখো

82,829ভক্তমত
834অনুগামিবৃন্দঅনুসরণ করা
1,320গ্রাহকদেরসাবস্ক্রাইব

সাম্প্রতিক প্রবন্ধসমূহ